তাজিন আহমেদকে হারানোর ৫ বছর
টিভি ও মঞ্চ নাটকের গুণী অভিনেত্রী তাজিন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী সোমবার (২২ মে)। ২০১৮ সালের ২২ মে মারা যান এই অভিনেত্রী।
অভিনেত্রী হিসেবে সর্বজন পরিচিত থাকলেও সাংবাদিকতা এবং উপস্থাপক হিসেবেও কাজ করেছেন তাজিন আহমেদ।
তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায়। তার ডাক নাম ছিল জল। ১৯৯২ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হোন তিনি।
ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিকতা করতেন। ১৯৯৪ সালে ভোরের কাগজ ও ১৯৯৭ সালে প্রথম আলোতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। একপর্যায়ে সাংবাদিকতা ছেড়ে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
তাজিনের মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ। মা দিলারা জলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয় যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল।
এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন।
তাজিন আহমেদ ‘পিপলস রেডিও’তে ‘শহুরে সন্ধ্যা’ নামের একটি লাইভ অনুষ্ঠানের আরজেও ছিলেন। এ ছাড়া, তিনি মঞ্চেও কাজ করেন। ছোট পর্দার পাশাপাশি সরব ছিলেন মঞ্চেও। কাজ করেছেন থিয়েটার দল ‘নাট্যজন’-এ। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই দলের সঙ্গেই যুক্ত ছিলেন তাজিন।
২০০৪ সালে তিনি নাটক লেখালেখি শুরু করেন। মোট ১২টি নাটক লেখেন ও পরিচালনা করেন।
এএম/এমএমএ/