কমল হাসানকে সম্মাননা দেবে আইফা
কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা কমল হাসান এবারের আইআইএফএ (দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি) উইকএন্ড অ্যান্ড অ্যাওয়াডর্সে ‘দ্য আউটস্টান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড’ লাভ করবেন।
আবুধাবির ইয়াস অ্যাইল্যান্ডে ২৬ ও ২৭ মে’র জমকালো অনুষ্ঠানে ৬৮ বছরের এই বিখ্যাত অভিনেতাকে ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হবে।
তামিল সিনেমা শিল্পের অন্যতম প্রধান চরিত্র কমল হাসান একাধারে একজন বরেণ্য অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্লেব্যাক গায়ক, টিভি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ। তিনি তেলেগু, মালায়ালাম, হিন্দি, কন্নড় ও বাংলা ছবিতে অভিনয় করেছেন।
ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেতা এই কমল হাসান। তিনি ভারতের চলচ্চিত্র জগতে অনেক নতুন প্রযুক্তি নিয়ে এনেছেন। চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন। নয়বার পেয়েছেন তামিলনাড়– অঙ্গরাজ্য চলচ্চিত্র পুরস্কার, চারটি নন্দী অ্যাওয়ার্ড আছে তার, দুটি ফিল্মফেয়ার ও ১৭টি দক্ষিণের ফিল্মফেয়ার জয়ী ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্ব।
ভারত তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণে সম্মানিত করেছে। যার চলচ্চিত্র যাত্রা একজন শিশু অভিনেতা হিসেবে শুরু হয়েছে ১৯৬০ সালে। আর ছবিটির জন্য তিনি প্রেসিডেন্ট’স গোল্ড মেডেল জয় করেছেন।
এ ছাড়া, আইফার এবারের আসরে ডিজাইনার মনিশ মালহোত্রা ও অভিনয় দম্পতি ঋতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি সুজাকে সম্মানিত করা হবে।
কমল হাসান আর অনুভূতিতে বলেছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত ও গৌবর বোধ করছি। আইফা ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বজুড়ে বিকশিত করতে বিরাট কাজ করছে। এই আসরে অংশগ্রহণের জন্য উত্তেজনাসহ অপেক্ষা করছি।’
মিরাল ও আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ যৌথভাবে আইফার আয়োজন করছে। আইফার উপস্থাপনা করবেন ফারাহ খান ও রাজকুমার রাও।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উপস্থাপক অভিষেক বচ্চন ও ভিকি কুশল।
ওএফএস/