ভারতে মহাকালের ‘নীলাখ্যান’
বাংলাদেশের নাট্যদল মহাকাল নাট্য সম্প্রদায় বর্তমানে ভারতে অবস্থান করছেন।
রবিবার (২১ মে) ভারতে তারা নবাব সিরাজ উদদৌলার স্মৃতিবিজড়িত মুর্শিদাবাদ জেলায় ঋত্বিক নাট্যদলের আয়োজনে রবীন্দ্র সদন মঞ্চে ‘নীলাখ্যান’ মঞ্চায়ন করবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান।
ভারতে নাটকটির একটি মঞ্চায়ন হয়েছে শুক্রবার (১৯ মে) পশ্চিমবঙ্গে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মভূমি বর্ধমান জেলায় ‘এবং আমরা’ নাট্যদল আয়োজিত নাট্য আসরে।
‘নীলাখ্যান’-এ অভিনয়ে রয়েছেন পলি বিশ্বাস, সম্রাট, রিপন রনি, সবুজ হোসেন, কোনাল আলী, কানিজ ফাতেমা, শিবলী সরকার, স্বপ্নিল, রাকীব হাসান, তারক দাস, মো. আহাদ, রাসেল আহমেদ, মেঘলা, রাজীব, মনিরুল আলম, মো. শাহনেওয়াজ ও মীর জাহিদ হাসান।
নাটকের মঞ্চ পরিকল্পনা, সুর, সংগীত ও আবহসংগীত পরিকল্পনায় ইউসুফ হাসান, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান। পোশাক পরিকল্পনায় সোমা মুমতাজ, কোরিওগ্রাফি জেরিন তাসনিম, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ অধিকর্তা আমিনুল আশরাফ ও প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।
এএম/এমএমএ/