চলচ্চিত্রে এমন বলিষ্ঠ অভিভাবক আর আসবে না: রোজিনা
ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫মে) স্থানীয় সময় সকাল ৮টায় মৃত্যুবরণ করেছেন।
খ্যাতিমান এই নায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ফারুকের মৃত্যুর খবরে শোকাহত জনপ্রিয় চিত্র নায়িকা রোজিনা। ফারুকের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করেছেন রোজিনা। এর মধ্যে রয়েছে হাসু আমার হাসু, মান অভিমান, সুখের সংসার, সাহেব, শেষ পরিচয়সহ অনেক সিনেমা।
ফারুককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রোজিনা বলেন, ‘ফারুক ভাই শুধু আমার নায়ক নন, তিনি ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক। যখন তার চিরবিদায়ের খবর পেলাম, কান্না চেপে রাখতে পারিনি। বুকের ভেতর হাহাকার করে উঠল। মনে হচ্ছে পৃথিবীটা শূন্যতায় ভরে গেল।’
কান্নাজড়িত কণ্ঠে রোজিনা আরও বলেন, ‘আমাদের মিয়াভাই অবশেষে চলেই গেল! নায়ক বলি আর সহশিল্পী বলি-ফারুক ভাই সাংঘাতিক রকমের একজন কর্মঠ মানুষ ছিলেন। মুখের ওপর সত্য কথাটা বলে দিতে পারতেন। এমন স্বভাবের মানুষ খুব কমই দেখেছি। চলচ্চিত্রের দুর্দিনে তিনিই তো হুংকার দিয়ে এফডিসিতে এগিয়ে এলেন। সবাইকে এক করে নতুন করে কাজের উদ্যম দিলেন। চলচ্চিত্রে এমন বলিষ্ঠ অভিভাবক আর আসবে না। যেখানেই থাকুন ভালো থাকুন ফারুক ভাই।’
এএম/এমএমএ/