মা দিবসে তারকারা
পৃথিবীর সবচেয়ে মধুর শব্দের নাম ‘মা’। মায়ের প্রতি সন্তানের আবেগের শেষ নেই। সন্তানের প্রতিও মায়ের যে ভালোবাসা তা কোনো শব্দেই বর্ণনা ও ব্যখ্যা করা সম্ভব নয়। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রবিবারকে ‘মা দিবস’ হিসেবে ঘোষণা করে।
এরপর থেকেই মায়েদের নিয়ে গোটা পৃথিবীর সন্তানদের যে আবেদন ও শ্রদ্ধা অভাবনীয়। বাংলাদেশেও প্রতি বছর মা দিবস পালিত হয়।
এই দিবস উপলক্ষে রবিবার (১৪ মে) মা দিবস উপলক্ষে তারকারাও তাদের মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে নানা স্মৃতিচারণ করেছেন তারকারা।
অভিনেতা চঞ্চল চৌধুরী মা দিবস উপলক্ষে মায়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সময়ের পার্থক্য এটুকুই; গত বছর এই দিনে মায়ের কপালে লাল টুকটুকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা। তারপরও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন সকল মা।’
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার মায়ের সঙ্গে ধারণ করা একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবচেয়ে সেরা মাকে মা দিবসের শুভেচ্ছা। আমার সেরা বন্ধু ভালোবাসি তোমাকে।’
চিত্রনায়ক ফেরদৌস তার মা এবং শ্বাশুড়ির সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কী ভাগ্যবান আমি! আলহামদুলিল্লাহ। মা এবং শাশুড়ির সঙ্গে মা দিবস উপভোগ করছি। এই দুজন মা এবং পৃথিবীর সব মায়ের জন্য দোয়া করুন। দীর্ঘজীবী হোক মায়েরা।’
নায়িকা অপু বিশ্বাস নিজেও এক সন্তানের মা। তাই মা দিবসে নিজের মায়ের সঙ্গে তোলা ছবি এবং ছেলে জয়ের সঙ্গে ধারণকৃত ছবিও শেয়ার করে লিখেছেন, ‘পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠতম একটি উপহার মা। যার ডাকে আমার ঘুম ভাঙত। যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভালো বন্ধু। মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। হ্যাপি মাদারস ডে।’
নায়িকা শবনম বুবলীর একমাত্র পুত্র শেহজাদ খান বীর। মা এবং সন্তান, দুজনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পৃথিবীর সব মাকে মা দিবসের অগ্রিম শুভেচ্ছা।’
উর্মিলা শ্রাবন্তী কর তার মায়ের করা একটি নাচের ভিডিও কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ২৯ এপ্রিল ‘বিশ্ব নৃত্য দিবস’ ছিল। ইচ্ছা ছিল মা’র এই ভিডিওটা আপলোড করব। কিন্তু করা হয়ে ওঠেনি। আজকে ‘বিশ্ব মা দিবস’। মায়েরা সন্তানদের জন্য জীবনের অনেক শখ, অনেক ভালোবাসা, অর্জন নিঃস্বার্থভাবে ত্যাগ করে। খুব ছোটবেলা থেকেই মা দুর্দান্ত নাচের শিল্পী ছিলেন। নিজেরও নাচের স্কুল ছিল। থিয়েটার করতেন, গান করতেন।
ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় বড় ওস্তাদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল আমার মার। সংগীতের শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় নারায়ণ দাস, ওস্তাদ মিঠুন দে, সুনীল ধর, সুমিতা নাহা। নৃত্যের গুরু যোগেশ দাস(যগাদা)। কিন্তু পরবর্তী সময়ে সংসারের জন্য, আমাদেরকে সময় দিতে নিজের শখের কোনো কিছুই আর কন্টিনিউ করতে পারে নাই। বিশ্বের এমন সব মা’দের প্রতি রইল বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।
চিত্রনায়িকা পূজা চেরী মায়ের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আজকে আমি যা কিছু হয়েছি, সবটাই তোমার ভালোবাসা ও যত্নের সুবাদে। মা দিবসের শুভেচ্ছা।’
এএম/এমএমএ/