উলাজ নিয়ে আসবে জাহ্নবী কাপুর
শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর ‘উলাজ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন। বলিউডের এই ছবিটি একজন দেশপ্রেমিক নারী ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসারের জীবনকে ঘিরে।
পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক সুধাংশু সারিয়া। প্রযোজনা করছে জংলি পিকচার্স।
উলাজ ছবিতে প্রধান চরিত্রগুলোতে আরো অভিনয় করছেন গুলশান দেবাশীষ ও রোশান ম্যাথু।
উলাজ ছবিটিতে একজন তরুণ আইএফএস কর্মকর্তার চরিত্রটি করেছেন জাহ্নবী কাপুর। তিনি একটি বিখ্যাত দেশপ্রেমিক পরিবারের সন্তান। ২৬ বছরের এই অভিনেত্রী সিনেমার গল্পটিকে অনন্য হিসেবে বলেছেন, ‘যখন আমাকে উলাজের চিত্রনাট্যসহ চরিত্রটি করার জন্য অনুরোধ করা হলো, একজন অভিনেত্রী হিসেবে সঙ্গে, সঙ্গে আকর্ষণ করলো। আমি একজন বিদেশী দূতাবাসে কর্মরত নারী অফিসারের কাহিনীটি করতে আগ্রহ বোধ করেছি।’
মূল চিত্রনাট্যটি লিখেছেন পরিচালক সারিয়া ও পারভেজ শেখ মিলে আর ডায়লগগুলো বসিয়েছেন আতিকা চৌহান। সিনেমাটির অন্য চরিত্রগুলোতে রাজেশ টাইলাং, মেইইয়াং চান, শচীন খেদেরকার, রাজেন্দ্র গুপ্ত ও জীতেন্দ্র যোশী।পরিচালক জানিয়েছেন, তিনি জংলি পিকচার্সের সঙ্গে একটি আসল সিনেমা করতে পেরে উত্তেজনা বোধ করছেন। আরো জানিয়েছেন, ‘উলাজ ছবিটির জন্য আমি ক্যামেরাগুলো রোলিং করার জন্য অপেক্ষা করতে পারছি না।’
জংলি পিকচাসের সিইও অমৃতা পান্ডে জানিয়েছেন, তাদের এই প্রযোজনা প্রতিষ্ঠানের লক্ষ্য হলো সিনেমাগুলো তৈরি করা, উন্নত করা, সেইসব মানুষের সঙ্গে দল তৈরি করা, যারা তাজা, কন্ঠস্বরগুলো আলাদা ও মানুষকে বিনোদন প্রদান করে।
এই মাসের শেষ থেকে সিনেমার শুটিং শুরু করবেন তারা।
ওএফএস/ ডিএসএস