২৬ মে মুক্তি পাচ্ছে ‘আদিম’
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে যুবরাজ শামীম পরিচালিত মস্কোজয়ী আলোচিত সিনেমা ‘আদিম’। আগামী ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এই পরিচালক।
এরই মধ্যে নারায়ণগঞ্জের সিনেস্কোপে সিনেমাটির অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।
টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ-প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।
এ সম্পর্কে সিনেমার পরিচালক যুবরাজ শামীম ফেসবুকে লেখেন, আমি প্রচারণার মানুষ না, আবার সেই অর্থে ছবির মানুষও বলা যায় না। তবু কেমনে কেমনে গণমানুষের অংশগ্রহণে একটা বড় ছবি বানায়ে ফেললাম। ছবিটা বিভিন্ন দেশে পুরস্কৃত হলো, আপনারা জানলেন এবং নিজ উদ্যোগে বহু মানুষরে জানায়ে দিলেন। কী আশ্চর্য ভালোবাসা পেয়েছি জীবনে!
তিনি আরও লেখেন, খুব সম্প্রতি মেজবাউর রহমান সুমন ভাই আগায়ে আসলেন, পরপর কয়েকটা পোস্টার করে দিলেন। এর মধ্যে একটা পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই আপনাদের ফেসবুক ওয়ালে পোস্টারটারে জায়গা দিলেন। অনেকেই আবার ইনবক্সে পোস্টারটার সমালোচনাও করলেন। কিন্তু বিশ্বাস করেন এই প্রথম আমি সমালোচনায় আহত হই নাই, বরং মনে হইছে আপনারা আদিমকে নিজেদের মনে করেন, ভালোবাসেন। আপনাদের সবার প্রতি আমার গভীর ভালোবাসা। খুব শিগগির আমরা ‘আদিম’ এর ট্রেলার রিলিজ দেব।
এএম/এসজি