আসছে জেমস বন্ডের রিয়ালিটি শো
দুটি লরেন্স অলিভিয়ের, প্রাইম টাইম অ্যামি, গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডজয়ী বিখ্যাত ও শেক্সপিয়ারের ক্লাসিক্যাল ধারায় অভিনয়ে প্রশিক্ষিত ৭৬ বছরের স্কটিশ অভিনেতা ব্রায়ান কক্স সিবিই জেমস বন্ডের থিমে বানানো একটি রিয়ালিটি শোতে তারকা ভিলেনের চরিত্রটি করছেন। তিনি ‘দ্য কন্ট্রোলার’ চরিত্রটি করবেন।
এই রিয়ালিটি শোটি জেমস বন্ডের ছবিগুলোর দুই নিয়মিত নির্মাতা বারবারা ব্রোকলি ও তার ভাই মাইকেল জি. উইলস নির্মাণ করছেন।
ব্রায়ান কক্স সিবিই বলেছেন, ‘দ্য কন্ট্রোলার’ চরিত্রটি প্রহেলিকাময়, দুর্বোধ্য ও রহস্যময়।’ নাম হলো ‘রোড টু অ্যা মিলিয়ন’।
বিপুল অঙ্কের মানে ১ মিলিয়ন পাউন্ডের বিরাট পুরস্কার দেওয়া হবে এই শোর ভিত্তিতে। তবে রিয়ালিটি শোটিতে কোনো চিত্রনাট্যই নেই।
জেমস বন্ডের আদলে এই শোটি সিনেমার ধারায় ক্যামেরা বন্দী করা হয়েছে। স্কটল্যান্ডের বিখ্যাত পর্বতগুলোর মনোরম লোকেশনে, ইতালির নদীর মাঝে গড়ে ওঠা বিখ্যাত শহর ভেনিসে ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ জ্যামাইকাতে শোটির শুটিং হয়েছে।
বিশ্বের বিভিন্ন শোকেশনে ধারণ করা এই শোতে সেই জায়গাগুলোরভিত্তিতে তৈরি প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে হবে অংশগ্রহণকারীদের।
‘কীভাবে সাধারণ মানুষ জেমস বন্ডের সঙ্গে একটি অবিশ্বাস্য অভিযানে বেরিয়ে যান সেটি আমার দেখার ও অংশগ্রহণের সৌভাগ্য হলো। বিশ্বের সবচেয়ে ভালো জেমস বন্ডের কটি লোকেশনে তারা অংশগ্রহণের ভিত্তিতে ভ্রমণ করবেন’ নিজের চরিত্রটি নিয়ে বলেছেন ব্রায়ান কক্স সিবিই, ‘আমি আমার চরিত্রটি একইসঙ্গে ভিলেন ও যন্ত্রণাদানকারী-উপভোগ করেছি।’
রোড টু অ্যা মিলিয়ন আমাজন স্টুডিওস ও ০০৭’র ছবিগুলোর প্রযোজক ইওন প্রডাকশনসের যৌথ প্রযোজনার ভিত্তিতে বানানো।
গত বছর আমজন বন্ডের ছবিগুলোর পরিবেশক এমজিএম স্টুডিওসকে ৮ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছে।
এই বছরের শেষের দিকে জেমস বন্ডের আদলে বানানো ‘রোড টু অ্যা মিলিয়ন’ শোটি একত্রে ২৪০টি দেশ ও অঞ্চলে দেখানো শুরু হবে আমাজন প্রাইম ভিডিও’র মাধ্যমে।
ওএফএস/