ঈদের প্রথম দিনে নাটক ও টেলিছবি
ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিটিভিতে ঈদের দিন রাত সাড়ে ৮টায় প্রচার হবে ‘পান্তা ভাতে ঘি’। রচনা এসএ হক অলিক, প্রযোজনা সাহরিয়ার মোহাম্মদ হাসান। অভিনয়ে আখম হাসান, মানসী প্রকৃতি প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।
এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বাড়িঘর আপন পর’। রচনা ও পরিচালনায় হানিফ সংকেত। অভিনয়ে তারিন, মীর সাব্বির, সজল প্রমুখ। চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘সাহারা মরুভূমি’। রচনা ও পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে সাবিলা নূর, শফিক খান, মিশা সওদাগর প্রমুখ। পাশাপাশি রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঝগড়াপুরের পিরিতি’। রচনা মাসুম রেজা, পরিচানায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিয়ল আলমগীর প্রমুখ।
এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘জায়াপতি তেলেসমাতি’। রচনা ও পরিচালনায় রুলীন রহমান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা প্রমুখ।
আরটিভিতে রাত ১১টায় প্রচার হবে নাটক ‘ঘুম’। রচনা মাসুম শাহরীয়ার, পরিচালনায় এলআর সোহেল। অভিনয়ে মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা প্রমুখ।
বাংলাভিশনে রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ফানিমুন’। চিত্রনাট্য ও পরিচালনায় হাসিব হোসেন রাখি। অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি। এর পাশাপাশি রাত ১১টা ৩৫ মিনেটে দেখা যাবে নাটক ‘সরি বউ’। চিত্রনাট্য ও পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, জুঁই প্রমুখ।
বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাবুর স্টলারশিপ’-এর প্রথম পর্ব। রচনা টিপু আলম মিলন, পরিচালনায় আল হাজেন। অভিনয়ে তানজিকা, রাশেদ সীমান্ত।
মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটক ‘গুনগুনিয়ে’। রচনা ও পরিচানা করেছেন মিজুনুর রহমান আরিয়ান। অভিনয়ে আছেন তাসনিয়া ফারিণ, জোভান প্রমুখ। পাশাপাশি রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিছবি ‘প্রেম’। রচনা ও পরিচালনায় সাজিন আহমেদ বাবু। অভিনয়ে ইয়াশ রোহান, সারিকা সাবাহ।
চ্যানেল নাইনে রাত ৮টায় প্রচার হবে নাটক ‘মতি পাগলা’। চিত্রনাট্য ও পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে মারজুক রাসেল, মাইমুনা মম।
দীপ্ত টিভিতে একক নাটক ‘ছোবল’ প্রচার হবে রাত ৮টায়। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, জোভান, তারিক আনাম খান প্রমুখ।
এএম/এসএন