বিটিভিতে বিশেষ ব্যান্ড শো

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ ব্যান্ড শো। এ আয়োজনে ঈদের দিন সন্ধ্যা ৭টায় থাকছে ‘বাউল এক্সপ্রেস’, ‘সিম্ফনী’, ‘চিরকুট’ ও ‘আনাড়ী’র পরিবেশনা।
মমরেজ মাহমুদের উপস্থাপনায় দর্শকরা শুনবেন ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘বাড়ির পাশে আরশি নগর’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘মনরে ও মনরে’, ‘প্রেমেতো পড়ে সবাই’, ‘ও পাখি তোর তাইরে নাইরে’, ‘কাটেনা প্রহর তোমার বিহনে’ এবং ‘ও রাজকুমার’ গানগুলো।
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় থাকছে পেন্টাগনের পরিবেশনায় ‘নীরবে অকারণে আমি একাকি’, ‘তুমি কোথায় আমারি গভীরে’, আরবোভাইরাসের পরিবেশনায় ‘এই শহরে আমার যত কষ্ট’, ‘আমার ফেরা আপন নীড়ে’, হ্যালো ব্যান্ডের পরিবেশনায় ‘আমি মিটিং মিছিলে’, ‘তোমার লাগি একই কাতারে’, এবং অবসকিউরের পরিবেশনায় ‘নির্জন রাতের আঁধারে ও ‘জোনাকিরা মিটিমিটি করে’ গানগুলো।
ফারজানা বিথীর উপস্থাপনায় ব্যান্ড শো প্রযোজনা করেছেন মো. শাহ জামান মিয়া।
এএম/এমএমএ/
