আমার মাথায় ৭০টি সেলাই, বাকি আছে শুধু মৃত্যু: নোবেল
ভারতের জি বাংলার সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে খ্যাতি পেয়েছেন বাংলাদেশের তরুণ গায়ক মাইনুল আহসান নোবেল।
এরপর বিভিন্ন মন্তব্য করার পাশাপাশি ব্যক্তিজীবনের নানান ঘটনায় তুমুল সমালোচিত হয়েছেন তিনি। বলতে গেলে গানের ক্যারিয়ার থেকে এক রকম ছিটকে পড়েছেন উদীয়মান এই তরুণ তুর্কী।
এবার নিজের ক্যারিয়ার ও সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে হতাশা প্রকাশ করলেন নোবেল। সেই সঙ্গে নিজের বর্তসার অবস্থার কথাও তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে নোবেল তার ফেসবুক ভেরিফায়েড পেজে স্ট্যাটাসে লেখেন, ‘আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহলের জন্য।’
তিনি বলেন, ‘আমার মাথায় ৭০টি সেলাই এবং এতে আমার সাবেক স্ত্রী খুব খুশি। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’
এএম/এমএমএ/