নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনীতে স্পাইডারম্যান

প্রথমবারের মতো ভারতে এসেছেন ব্রিটেনের নিজের প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেতাদের একজন স্পাইডারম্যান সিরিজের নায়ক টিম হল্যান্ড। তার সঙ্গে এসেছেন বান্ধবী মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেন্ডেইয়া। তারা দুজনে যাচ্ছেন নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনীতে।
একটি গোল্ডেন গ্লোব ও দুটি প্রাইম টাইম অ্যার্মি অ্যাওয়ার্ডজয়ী জেন্ডেইয়া ২০১৭ সালের তুমুল বিখ্যাত ‘স্পাইডারম্যান : হোমকামিং’ সিনেমাটির নায়িকা। আর স্পাইডারম্যান চরিত্র পিটার পার্কারের ভূমিকায় ছয়টি ছবিতে অভিনয় করে টিম হল্যান্ড এখন দুনিয়ার সবচেয়ে বড় নায়কদের একজন। তিনি একটি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড ও তিনটি সাটার্ন অ্যাওয়ার্ড জয় করেছেন। ‘স্পাইডারম্যান : হোমকামিং’ ছবিটির মাধ্যমেই তাদের সম্পর্কের শুরু। এরপর টিমের নাম লেখা একটি স্বণের আংটিও পরেছেন জেন্ডেইয়া। একত্রে বসবাস অনেক দিনের।
টিম হল্যান্ড-জেন্ডেইয়ার সঙ্গে প্রিয়াংকার স্বামী নিক জোনাসও অংশগ্রহণ করছেন এই উদ্বোধনীতে।
‘দ্যা নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’টি সংক্ষেপে ‘এনএমএসিস’ নামে খ্যাত। ভারতের বহুপ্রাচীন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসকে পোশাক-পরিচ্ছদ এবং ভিজ্যুয়াল আর্টসের মাধ্যমে তুলে ধরা ও প্রচার এবং প্রসারই এর লক্ষ্য। মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে অবস্থিত। গ্র্যান্ড থিয়েটারে ২ হাজার জনের আসন আছে। চার তলা একটি আর্ট হাউজ আছে। শিল্প ও প্রদর্শনীর জন্য ৫২ হাজার ৬শ ২৭ স্কয়ার ফিটের জাদুঘরের মতো প্যাভিলিয়ন ও স্টুডিও থিয়েটার আছে।
আম্বানি গ্রুপের প্রধান মুকেশ আম্বানি তার স্ত্রী নীতা মুকেশ আম্বানির নামে এই বিরাট ও বিপুল কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্রটি তৈরি করেছেন।
গতকাল ৩১ মাচ এই সাংস্কৃতিক কেন্দ্রের তিনদিনের টানা উদ্বোধনীতে প্রথমদিনে ভারতের বিখ্যাত নায়ক সালমান খান, রজনীকান্ত, আমির খান, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়–কোন, আলিয়া ভাট, করণ জোহর, সাইফ আলী খান, কারিনা কাপুর, রণবীর সিং, ঐশ্বরিয়া রাই বচ্চন, বিদ্যাবালান প্রমুখ অংশগ্রহণ করেছেন। এসেছেন শচীন টেন্ডুলকারও।
‘ইন্ডিয়া ইন ফ্যাশন’ নামে একটি জমকালো ফ্যাশন শো হবে আজ।
আম্বানিরা জানিয়েছেন, নীতা মুকেশ আম্বানির শিল্পকলা, সংস্কৃতি ও ভারতের প্রতি ভালোবাসার চূড়ান্ত রূপ থাকবে এই সেন্টারে।
ওএফএস/এএস
