যে কারণে বলিউড ছেড়ে হলিউডে চলে গেলেন প্রিয়াংকা চোপড়া
বলিউডের সবচেয়ে বড় আন্তর্জাতিক তারকা ও নায়িকা প্রিয়াংকা চোপড়া জোনস তার জন্মভূমির অভিনয় ক্ষেত্র থেকে কিছুকাল ধরে দূরে আছেন। যদিও বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ও জন আব্রাহামকে নিয়ে তার সিনেমা ‘পাঠান’ সগৌরবে চলছে। তবে প্রিয়াংকার হাতেই একমাত্র বড় তারকা হিসেবে বিদেশের ছবি আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে তার হাতে অনেকগুলো প্রকল্প রয়েছে।
সম্প্রতি তিনি জানিয়েছেন, যখন একজন তারকা হিসেবে গড়ে উঠছিলেন ও তৈরি হয়েছেন তখন তাকে ‘বলিউডে একটি কোনায় ঠেলে দেওয়া হয়েছে’ ও ‘নানামুখী রাজনীতি করতে, করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন’ তার দেশের সবচেয়ে বড় সিনেমাশিল্পে।
তিনি আরও জানিয়েছেন, ‘লোকেরা আমাকে তাদের ছবিগুলোতে নিচ্ছিল না, আমাকে কাবাব বানাচ্ছিল, আমি আবার সেই খেলায় ভালো ছিলাম না। ফলে এই রাজনীতিগুলোতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম ও বলেছি, আমার একটি ব্রেক দরকার।’
তখন তার নতুন ম্যানেজার অঞ্জুলিয়া আচার্য্য তার মিউজিক ভিডিও দেখলেন ও কাজের সূত্রে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সুযোগ এনে দিলেন।
এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেলেন বলিউড সুন্দরী ও হলিউডেই ‘বেওয়াচ’, ‘এ কিড লাইক জ্যাক’, ‘ইজন্ট ইট রোমান্টিক’ ও ‘উই ক্যান বি হিরো’র মতো ছবিগুলোতে তাকে সাইন করালেন।
এখন তিনি এখানে রোমান্টিক কমেডি ‘লাভ অ্যাগেইন’ করছেন সাম হেউগানের সঙ্গে। চলতি বছরের ১২ মে মুক্তি পাবে যুক্তরাষ্ট্রের হলগুলোতে।
মার্ভেলের চারটি ছবির পরিচালক রুশো ব্রাদাস (অ্যান্থনি ও জোসেফ রুশো)’র বড় বাজেটের ওয়েব শো সিটাডেল’ও প্রধান হিসেবে আছেন প্রিয়াংকা। রুশোরা ‘ক্যাপ্টেন আমেরিকা : দ্যা উইন্টার সোলজার’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার : এন্ডগেম’ পরিচালনা করেছেন।
প্রিয়াংকাকে বরাবরই বলিউডের বাদশাহ ও অন্যতম শাসক শাহরুখ খান বিপুলভাবে ব্যাকআপ দিয়েছেন।
এই ভুবনে তার হাতে আছে ফারহান আখতারের ‘জে লে জারা’। সেখানে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে অভিনয় যুদ্ধ হবে প্রিয়াংকা চোপড়ার। বলিউডি তিন নারীর কাহিনী ছবিটি।
ওএফএস/এএস