মূকাভিনয় দিবস উপলক্ষে স্বপ্নদলের মূকনাট্য
‘বিশ্ব মূকভিনয় দিবস ২০২৩’ উপলক্ষে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদল মঞ্চস্থ করবে মূকনাট্য ‘ম্যাকবেথ’।
উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে ‘ম্যাকবেথ’ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাক্সক্ষায় সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকা- এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।
সারা বিশ্ব শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানা মাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানা মতে ব্যবহারিক গবেষণার মাধ্যমে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন করবে স্বপ্নদল।
এর অভিনয় শিল্পীরা হলেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, অনিন্দ্য, অর্ক, মাসুদ, রুহুল, সাব্বির, হৃদয়, রকি প্রমুখ।
নাটকটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন, কোরিওগ্রাফি পরিকল্পনা করছেন হাসানুজ্জামান, পোশাক-সামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সংগীত-আবহ পরিকল্পনা করছেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান। প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-এর এদিন ৫ম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
এএম/এমএমএ/