বিতর্ক থামাতে শাকিবের নয়া কৌশল!
কয়েকদিন ধরেই উত্তাল ঢাকাই সিনেমা পাড়া। এর প্রধান কারণ নায়ক শাকিব খান। এ নায়কের বিরুদ্ধে অস্ট্রেলিয়াপ্রবাসী প্রযোজক রহমত উল্লাহ অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো অভিযোগ এনেছেন।
অস্ট্রেলিয়া থেকে পুলিশ রিপোর্টের অভিযোগপত্রও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সেখানে দেখা গেছে, শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক অ্যানি সাবরিন। এসব নিয়েই বেসামাল অবস্থায় রয়েছেন শাকিব খান।
এর আগেও বিভিন্ন সময়ে সমালোচিত পরিস্থিতিতে পড়েছেন এ নায়ক। তবে এসব সমালোচনা ও অভিযোগ অত্যন্ত সুকৌশলে সামলে নেবার দক্ষতা ও অভিজ্ঞতা দুই-ই দেখিয়েছেন শাকিব। বিতর্ক বা সমালোচনা থামাতে নানা রকম ঘোষণা দিয়ে ঘটনার গতিপথ পাল্টেও দিয়েছেন ইতোপূর্বে। সেটা বেশিরভাগ সময়ই নতুন সিনেমার ঘোষণা হয়। নানা রকম চমকের চাকচিক্যে শাকিবের তরফ থেকে আসে নতুন সিনেমার ঘোষণা। তবে সেই ঘোষণাগুলো পরবর্তীতে ডালপালা গজাতে পারেনি।
এবার সমালোচনাকে থামাতে আবারও নয়া কৌশল বুনলেন শাকিব খান। তবে এবার নতুন সিনেমার ঘোষণা নয়, দিলেন সিনেমা মুক্তির ঘোষণা। ‘লিডার, আমিই বাংলাদেশ’ নামের সিনেমাটি মুক্তির ঘোষণা নিজের ফেসবুক পেজ থেকে দিয়েছেন শাকিব খান। আসছে রোজা ঈদেই মুক্তি পাবে এটি।
সিনেমাটির নির্মাতা তপু খান। ক’দিন আগেও সিনেমাটির মুক্তি আসছে ঈদে নিশ্চিত ছিল না। আজ ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটি গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।
এ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শকিবের নায়িকা বুবলী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।
চারদিকে যখন শাকিবকে ঘিরে নানা মুখরোচক খবর ও বিতর্ক তখনই সিনেমাটির ঘোষণা এলো। সিনেমার মুক্তির ঘোষণা দিয়েই যেন চলমান পরিস্থিতির দৃশ্যপট পরিবর্তনের চেষ্টা করলেন নায়ক।
এএম/এসজি