‘নাইট’ উপাধি পেলেন দ্য কুইনের ব্রায়ান মে
৭৫ বছরের ব্রায়ান হ্যারল্ড মে, সিবিই একজন নামকরা ইংরেজ সঙ্গীতবিদ ও জ্যোতি:পদার্থবিজ্ঞানী। রক ব্যান্ড দ্য কুইনের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন। এই ব্যান্ডের লিড গিটারবাদক ও সহ-প্রতিষ্ঠাতা তিনি। গায়ক ফ্রেডি মারকিউরি ও ড্রামার রজার টেইলরকে নিয়ে ১৯৭০ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন ব্রায়ান মে। ইতিহাসের অন্যতম ব্যান্ড হিসেবে কুইনকে প্রতিষ্ঠা করতে ব্রায়ান মে’র গিটার বাদন ও লেখা গানগুলো অসাধারণ সাহায্য করেছে।
এই কিংবদন্তি গিটারবাদককে ‘নাইট ব্যাচেলর’ উপাধিতে ভূষিত করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। নাইট উপাধি লাভের পর স্যার ব্রায়ান মে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান এবং বলেন, ‘কোনো কথা নয়’।
গত ১৪ মার্চ ব্রায়ান মে’কে রাজকীয় বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা চার্লস নাইট উপাধিতে ভূষিত করেন। ব্রিটেনের রাজা তার নাইট উপাধি প্রদান প্রসঙ্গে জানিয়েছেন, দ্য কুইন এর গিটারিস্ট স্যার ব্রায়ান হ্যারল্ড মে, সিবিই তার সঙ্গীতের প্রতি সেবা এবং দাতব্য কর্মের স্বীকৃতি হিসেবে ‘ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস-৩’ বাকিংহাম রাজপ্রাসাদে তাকে অভিষেকে সজ্জিত করলেন।
চিরাচরিত রীতি অনুসারে ব্রিটেনের শাসক তার আনুষ্ঠানিক তলোয়ারটি ব্রায়ান মে এর বাঁ কাঁধে রাখেন। ‘দ্য কুইন’ তাদের টুইটার অ্যাকাউন্ডে স্যার ব্রায়ান মে, সিবিইকে অভিনন্দন জানিয়ে লিখে, স্যার ব্রায়ান মে সিবিই উপর দিকে উঠলেন। একজন ‘নাইট’ হিসেবে ব্রায়ানের অভিষেক দ্য বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। ব্রায়ানকে ‘দ্য নাইটহুড’ প্রদান করেছেন রাজা চার্লস। অনেক অভিনন্দন ‘স্যার ব্রায়ান, সিবিই’।
এর আগে ২০২০ সালে ব্রায়ানের সহযাত্রী ও দ্য কুইনের অন্যতম প্রাণ ৭৩ বছরের স্যার রজার টেইলর ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার বা ‘ওবিই’ পদকে সম্মানিত হন।
তারও আগে ২০০৫ সালে স্যার ব্রায়ান মে ‘কমান্ডার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই)’ পদকে সম্মানিত হয়েছেন।
ওএফএস/