বলিউডে নারী চরিত্রে দেখা গেছে যে নায়কদের
অমিতাভ বচ্চন ‘লাওয়ারিশ’, সালমান খান ‘জানে মান’ অক্ষয় কুমার ‘লক্ষ্মী’, সিনেমায় নারী চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া, গোবিন্দকে ১৯৯৮ সালে ‘আন্টি নাম্বার ১’ সিনেমায় নারী চরিত্রে দেখা গেছে। এই সিনেমায় বন্ধুদের সাহায্য করতে শাড়ি পড়া একজন খালার চরিত্রে অভিনয় করেছেন।
তার মতোই রিতেশ দেশমুখ ‘আপনা স্বপ্ন মানি মানি’ সিনেমায় একজন সুন্দরী, সালোয়ার-কামিজ পরা সানিয়া বেগম চরিত্রটি করেছেন। তখন লোকেরা তাকে ধরতে আসছিল বলে ছদ্মবেশ নিয়েছেন তিনি।
এ ছাড়া, বন্ধুকে তার ভালোবাসার গল্পটি সামনে নিয়ে যেতে তিনি এই নারীর ভূমিকায় ছিলেন।
নারী দিবসে পুরুষ প্রধান অভিনেতার নারীর চরিত্র করার বলিউডি এই গল্পটি শাহেনশাহ ও মেগাস্টার অমিতাভকে ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। কেননা তার যৌবনের ‘লাওয়ারিশ’, ১৯৮১ সালের সিনেমা, সেখানে ‘মেরে আনজানে মে’ নামের হিট গানটিতে তার অভিনয় চিরকালীন।
অক্ষয় কুমার একজন বৃহন্নলার প্রতিশোধের কাহিনী ‘লক্ষ্মী বোম’তে লক্ষ্মণ শর্মা চরিত্রটি করেছেন। তিনিই ছিলেন ‘লক্ষ্মী’ নামের গোপন মেয়েটি। একটি লাল শাড়ি পড়ে অভিনয় করেছেন, একেবারেই সামান্য তার অলংকারের ক্ষমতা ও পরচুলা ছিল তার।
‘গোলমাল রিটানর্স’-এ অজয় দেবগন বেছে নিয়েছিলেন সাদা, গোলাপী রঙের প্রাধান্যের ফুলেল পোশাক, সুন্দর জুতো, একটি স্বর্ণের চেইন, লিপিস্টিক ও চোখ ধাঁধাঁনো আলোময় ছদ্মবেশ হিসেবে।
বলিউডের ভাইজান সালমান খান তার ‘জানেমান’ সিনেমায় মেয়ের ছদ্মবেশ নিয়েছেন। ‘মেরা ফয়সালা’ সিনেমায় সঞ্জয় দত্ত মেয়ে হয়েছেন ও ‘আল্লাহ মেরি লাজ বাঁচানা’ নামের সুন্দর গানটিতে দারুণভাবে মেয়েদের মতো নেচেছেন তিনি।
ওএফএস/