শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন

সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ‘প্রজেক্ট কে’ সিনেমার অ্যাকশন দৃশ্য ধারণের সময় আহত হন তিনি। ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটে।
নিজের ব্যক্তিগত ব্লগে ৮০ বছর বয়সী অমিতাভ লিখেছেন, ‘আমার পাঁজর গেছে গেছে এবং ডান পাজরের খাঁচার একটি মাংসপেশী আক্রান্ত হয়েছে।’
তিনি আরও লিখেন, ‘আমার ব্যাথা হচ্ছে, এমনকি শ্বাস নিতে গিয়েও ব্যাথা লাগছে। কয়েক সপ্তাহ আমাকে পূর্ণ বিশ্রাম ও পুরোপুরি চিকিৎসা গ্রহণ করতে হবে। শ্বাসের ও বুকের ব্যাথার জন্য কয়েক ধরনের মেডিটেশনও করতে হবে।’
তিনি বলেছেন, চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তিনি এবং তাকে একটি সিটি স্ক্যানও করতে হয়েছে। চিকিৎসা শেষে চিকিৎসক তাকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন। তিনি তার বাড়ি মুম্বাইয়ে বিশ্রাম নিচ্ছেন।
অমিতাভ আহত হওয়ায় সিনেমার শুটিং বাতিল করা হয়েছে। এমনকি শনিবার মুম্বাইয়ের জুনু বাংলোর সামনে ভক্তদের সঙ্গে দেখা করার কর্মসূচিও বাতিল করেছেন অমিতাভ।
সর্বশেষ ২০২২ সালে ‘ব্রক্ষ্মাস্ত্র : পার্ট ওয়ান’ সিনেমায় দেখা যায় অমিতাভকে। ‘প্রজেক্ট কে’ সিনেমায় নায়কের চরিত্রে আছেন প্রভাষ আর নায়িকা দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের ১২ জানুয়ারি তেলেগু পারিচালক নাগ অশ্বিনের পরিচালনা করা সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ওএফএস/
