স্ত্রী-সন্তানদের বাড়িছাড়া করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী
বলিউড অভিনেতা নওয়াউদ্দিন সিদ্দিকীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া স্ত্রী আলিয়া (জয়নাব) অভিযোগ করেছেন, নওয়াজউদ্দিন তাকে মেরে ওপর থেকে ফেলে দিয়েছেন ও তার দুই সন্তানকে বাড়ির বাইরে বের করে দিয়েছেন। তবে অভিনেতার একজন মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই সম্পত্তি নওয়াজউদ্দিন সিদ্দিকীর মায়ের নামে আছে। ফলে সেখানে কারো প্রবেশের বিষয়ে তার কোনো সিদ্ধান্ত নেবার অধিকার নেই।
ইনস্ট্রাগ্রামে এই বিষয়ে ১২টির মতো ভিডিও পোস্ট করে ভিডিও’র ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘৪০ দিন এই বাড়িতে থাকার পর আমি পুলিশের বাধার মুখে বেরিয়ে এসেছিলাম যেহেতু ভারশোভা পুলিশ স্টেশন থেকে আমাকে জরুরী ভিত্তিতে ডাকা হয়েছিল কিন্তু যখন আমি আমার শিশু সন্তানদের নিয়ে বাড়িতে ফেরত এলাম নওয়াজউদ্দিন সিদ্দিকী বাড়ির কয়েকজন দারোয়ানকে প্রেরণ করলো আমাকে যেন ভেতরে ঢুকতে না দেওয়া হয়’।
কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেগুলোতে আরো দেখা গিয়েছে নিজের অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে তার ভাই ফাইজুদ্দিন তাকে যেতে দিচ্ছেন না। ফলে তিনি মাকে দেখতে যেতে পারেননি।
একটি বিবৃতিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর মুখপাত্র বলেছেন, নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকী তার চরিত্রানুসারে জানিয়েছেন যে, একমাত্র তার নাতি-নাতনীরা তার সম্পত্তিতে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ও অন্য কেউ তার এই সম্পত্তিতে এখন ঢুকতে পারবে না।
গেল মাসে বম্বে হাই কোর্ট এই রায় দিয়েছে যে, নওয়াজউদ্দিন এবং তার ছাড়াছাড়ি হয়ে যাওয়া স্ত্রী তাদের দুই শিশু সন্তানের দেখভালের জন্য নিজেদের মধ্যে দূরত্ব গোছাতে হবে এবং তাদের পিতা ও মাতাজনিত সমস্যাগুলোর সমাধান করতে হবে। আদালতে গিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী নিজেই।
ওএফএস/এএস