৭১-এ ইনস্টাগ্রামে জিনাত আমান
‘হাসতে এই জায়গাগুলোতে জীবন আমাকে নিয়ে যায়। সেজন্য এই ইনস্টাগ্রামে’- ইনস্টাগ্রামে প্রথম পোস্ট এটি। তিনি ১৯৭০ সালে প্রশান্ত মহাসাগরীয় সুন্দরী হিসেবে বলিউডে যাত্রা শুরু করা জিনাত আমান। ৭১ বছর বয়সে এসে ইনস্টাগ্রামে যাত্রা শুরু করলেন তিনি।
জিনাত আমানের প্রথম সিনেমা ‘দ্য ইভিল উইথ ইন’। নিজের জীবনীর সারাংশে লিখেছেন, ‘অভিনেত্রী, মা, বাউন্ডুলে’। দ্বিতীয় পোস্টে ৭০ দশকে কীভাবে ভারতীয় সিনেমা ও ফ্যাশন শিল্প পুরুষশাসিত ছিল ও একমাত্র নারী হিসেবে তিনিই তাদের সেটে উপস্থিত হতেন সেই স্মৃতি মনে করেছেন।
জিনাত লেখেন, ৭০-এর দশকে সিনেমা ও ফ্যাশন ছিল পুরোপুরিই পুরুষশাসিত এবং আমি প্রায়ই একমাত্র নারী হিসেবে এক-একটি সেটে উপস্থিত হতাম। আমার ক্যারিয়ারের এই গতিপথে আমি আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দী হতাম এবং সিনেমায় আসতাম অনেক মেধাবী পুরুষের মাধ্যমে। যদিও আমার স্থির দৃষ্টি ছিল, ছিল তা একেবারেই আলাদা।
এরপর বলিউডের এককালের সেরা অভিনেত্রী লিখেছেন, সেই সিরিজ সিনেমাগুলো তুলেছিল একজন তরুণ আলোকচিত্রী তনয়াতে, আমার বাড়ির শান্তিপূর্ণ জায়গাতে। কোনো আলোর ব্যবহার ছিল না, কোনো মেকআপ আর্টিস্ট আমার মেকআপ করেননি। কোনো হেয়ারড্রেসার আমার বন্য চুলগুলোকে সাজিয়ে দিতে পারেননি, কোনো স্টাইলিস্ট ছিলেন না আমার জন্য, কোনো সাহায্যকারীও ছিল না। কেবল সেখানে একটি খুব সুন্দর আলোকিত দুপুরই হাজির ছিল।
জিনাত লিখেছেন, সবকিছুই চিরকালের জন্য বদলে গেছে। এরপর বর্তমানে এসেছেন বলিউডের সুপারস্টার, আমি আনন্দিত ও খুশি যে, এখন অনেক নারী সিনেমায় ও ফ্যাশনে কাজ করছেন।
জিনাত তার ইনস্টাগ্রামের শেষ করেছেন এভাবে, সেটি তার দ্বিতীয় পোস্টেই লেখা, এখানে তিনি অনেক নারীকে আবিষ্কারের জন্য উন্মুখ হয়ে রয়েছেন।
ওএফএস/