সিনেমার প্রস্তুতি নিচ্ছি: তারিন

আলোচিত মডেল, অভিনেত্রী ও গায়িকা তারিন জাহান। নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় একশো নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শততম নাটকটির শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী। নাটকটির নাম ‘ক্যানসার পার্টনার’। মিথিলা মাসুমার গল্প থেকে এটি লিখেছেন শফিকুর রহমান।
একই পরিচালকের একশো নাটকে কাজ করা নিয়ে তারিন বলেন, কীভাবে সংখ্যাটা একশো হয়ে গেছে নিজেও জানতাম না। শুটিংয়ে যাওয়ার পর চয়নিকা চৌধুরী বললেন ‘এটা আমাদের ১০০তম সিঙ্গেল নাটক’। এই সংখ্যাটা সিঙ্গেল নাটকের। আমাদের ধারাবাহিক নাটক ও টেলিফিল্মও রয়েছে অনেক। এটা চমৎকার একটি অভিজ্ঞতা।’
১৯৮৫ সালে নতুন কুঁড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন তারিন। তখন থেকেই শিশু শিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি।
বর্তমান ব্যস্ততা সম্পর্কে তারিন বলেন, ‘নির্দোষ’ নামের একটি ডেইলিসোপে কাজ করছি। এটি প্রচার হচ্ছে গ্লোবাল টিভিতে। সম্প্রতি কাস্টমস দিবস উপলক্ষে প্রচার হয়েছে ‘স্বর্ণমানব ৫’। এস এ হক অলিকের পরিচালনায় এই নাটকের মাধ্যমে প্রথমবার কাস্টমস অফিসার চরিত্রে অভিনয় করি। এর আগে ‘সাহসিকা’য় পুলিশের চরিত্র করেছি। সামনে একটি সিনেমায় কাজ করব। সিনেমার প্রস্তুতি চলছে।’
এএম/আরএ/
