হিন্দি গানের জন্য বোতলের ঢিল খেলেন কৈলাশ খের

বলিউডের খ্যাতিমান গায়ক কৈলাশ খের। তার গান মানেই আলাদা কিছু। ভিন্নধর্মী গায়কী ও গানের জন্য অসংখ্য শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বারবার। কিন্তু এবার সেই গানের জন্যই শ্রোতাদের কাছে হলেন অপমানিত।
গান গাওয়ার সময় কৈলাশ খেরকে লক্ষ্য করে প্রকাশ্যে পানির বোতল ছুড়ে মারা হয়। যদিও সেই ঢিল কৈলাশের গায়ে লাগেনি। সেটি গিয়ে পড়ে তার পেছনে। তবুও এ ঘটনায় বিরক্ত না হয়ে নিজের গান চালিয়ে যান কৈলাশ খের।
রবিবার (২৯ জানুয়ারি) কর্ণাটকের হাম্পিতে একটি স্টেজ শোতে এমন ঘটনার মুখোমুখি হন এই জনপ্রিয় গায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে শুধুমাত্র হিন্দি গান গাইছিলেন এই শিল্পী। কন্নড় গান গাওয়ার অনুরোধ আসা সত্ত্বেও কৈলাশ গাননি। তাই বোতল ছুড়ে মেরেছেন তাকে উদ্দেশ্য করে।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির নাম প্রদীপ (২২) ও সুরাহ (২১)। পুলিশ তাদের জবানবন্দি ইতোমধ্যেই রেকর্ড করেছে। মঞ্চে গায়কের এমন অপমানে বিরক্ত সংগীত মহল।
এএম/এসজি
