দু’দিনে ২২০ কোটি রুপি আয় করল ‘পাঠান’

বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘পাঠান’। মুক্তির মাত্র দু’দিনেই বক্স অফিসে ২২০ কোটি আয় করেছে সিনেমাটি।
শুরুতে সিনেমাটি নিয়ে বিতর্ক তৈরি হলেও মুক্তির পর সব বিতর্ক উড়ে গেছে। দিন যতই গড়াচ্ছে ‘পাঠান’ নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের উন্মাদনা বাড়ছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে দুদিনে ২২০ কোটি আয় করে সব রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমাটি।
প্রথমদিনে বিশ্ব জুড়ে আয় ছিল ১০৬ কোটি, আর দ্বিতীয় দিনে ১১৪ কোটি।
শুধু ভারতেই নয়, ‘পাঠান’ রীতিমতো বক্স-অফিসে সুনামি এনেছে পৃথিবীর সিনেমাবাজার জুড়ে।
এর আগে কোনো ভারতীয় ছবিই প্রথম দিনে সারা বিশ্বে ১০০ কোটির বেশি আয় করতে পারেনি। ‘আরআরআর’, ‘বাহুবলী টু’, ‘কেজিএফ টু’-কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা সারা দেশে ৩৫০০ স্ক্রিনে মুক্তি পায়। এই প্রথম কোনও হিন্দি ছবি একসঙ্গে ১০০টি দেশে মুক্তি পেল। বলতেই হয়, ৪ বছর পরে পর্দায় ফিওে ঝড় তুলেছেন বলিউড কিং।
এএম/এমএমএ/
