আবারও বন্ধ মধুমিতা হল

রাজধানী ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন সিনেমা হল ‘মধুমিতা’। প্রায় দুই মাস সাময়িক বন্ধ থাকার পর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা দিয়ে চালু হয়েছিল হলটি। জানুয়ারির ২০ তারিখ থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি প্রদর্শিত শুরু হয়েছিল।
এমন অবস্থায় আবারও হুট করে বন্ধ হয়ে গেল মধুমিতা হলটি। হলের সামনে হাতে লেখা বিজ্ঞপ্তির মাধ্যমে হল বন্ধের বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শুক্রবার থেকে অভ্যন্তরীণ কাজের জন্য মধুমিতা সিনেমা হলের সব শো বন্ধ থাকবে। পরবর্তী খোলার তারিখ পরে জানানো হবে।’
এর আগে ফুটবল বিশ্বকাপ চলাকালে বন্ধ ছিল হলটি। এর কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেছিলেন, ‘ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের উন্মাদনার জন্য নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তেমন চলছিল না। তাই হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’
তবে এবার দেশের হলে ‘পাঠান’-এর মুক্তির দাবিতে তথা বিদেশি সিনেমা ও দেশি সিনেমার সমন্বয়ে এই হলকে বাঁচিয়ে রাখতে চান এই হল মালিক। কিন্তু সেই পদক্ষেপের বিলম্বতায়, এক প্রকার অভিমান থেকেই মধুমিতা আবারও বন্ধ করে দেওয়া হলো বলে জানা গেছে।
এ সম্পর্কে মালিক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘যদি পাঠান দেশের হলে মুক্তি দেয়, তবে খুলব। যদি সেটা না হয়, তবে একদম ঈদে শাকিব খানের ছবি দিয়ে হল চালু করার ইচ্ছা আছে। তবে এমন দর্শক-খরা চলতে থাকলে আমি আর হল চালাব না। কারণ আগে আমার এক দিনের ইভিনিং শোতেই যে টাকা আয় হতো, সেটা এক সপ্তাহেও আসে না এখন।’
এএম/এমএমএ/
