মানিকগঞ্জে নিথর মাহবুবের একক মূকাভিনয়

মঞ্চ ও টিভিতে নিয়মিত অভিনয় ও মূকাভিনয় করছেন নিথর মাহবুব। মূকাভিনয়ের মাধ্যমে নিজের নামকে উজ্জ্বল করেছেন তিনি। এবার মানিকগঞ্জে একক মুকাভিনয় করবেন নিথর। মানিকগঞ্জের ঘিউর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৯৭ ব্যাচ তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার (২৮ জানুয়ারি) একক মূকাভিনয় করবেন এই অভিনেতা।
সেখানে নিথর মাহবুব তার জনপ্রিয় মূকাভিনয়ের আইটেমগুলো একে একে পরিবেশন করবেন বলে জানিয়েছেন। পরে একই মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় ক্লোজআপ তারকা রিংকু এবং সাড়ে ৭টায় ঢাকা ব্যান্ডের মাকসুদ গান পরিবেশন করবেন।
এ প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, ‘মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে এর আগে একাধিকবার মঞ্চনাটক ও খণ্ড মূকাভিনয় করেছি। শিশু-কিশোরদের সংগঠন জেনেসিস থিয়েটারের হয়ে। তবে এবার মানিকগঞ্জে যাচ্ছি ভিন্ন জায়গায়। আর এবারই প্রথম মানিকগঞ্জে এককভাবে আমন্ত্রণ পেয়ে কোনো অনুষ্ঠানে দীর্ঘ সময় নিয়ে শুধু মূকাভিনয় করব।’
এদিকে নিথর মাহবুব জানান, বছরের শুরুতেই তিনি দুটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয়ে যুক্ত হয়েছেন। একটির নাম ‘বসের চেয়ার’। নাটকটি রচনা করছেন ড. জে. আলী। পরিচালনা করছেন সৈয়দ শিপুল। আরেকটি একুশে টিভিতে প্রচার চলতি নাটক ‘রোমান্টিক বাড়িওয়ালা’। এটি রচনা করছেন সোহেল রানা। পরিচালনা করছেন সেলিম রেজা।
এএম/এসজি
