আনকাট সেন্সর ছাড়পত্র পাচ্ছে ‘শনিবার বিকেল’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটি দীর্ঘ চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আটকে দিয়েছিল। নানা চড়াই উৎড়াই পেরিয়ে অবশেষে আনকাট সেন্সর ছাড়পত্র পেতে যাচ্ছে এই সিনেমাটি।
সিনেমাটির সেন্সর ছাড় পাওয়ার বিষয়টি ঢাকাপ্রকাশ-কে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য খ্যাতিমান সাংবাদিক শ্যামল দত্ত।
এ সম্পর্কে শ্যামল দত্ত বলেন, ‘এটি আমরা একটি মুভি হিসেবে দেখেছি। এজন্য সেন্সর ছাড়ের জন্য কোনো পরিমার্জন বা পরিবর্ধন করা হয়নি। এটি হোলি আর্টিজানের ঘটনা যদি বলতে যাই তাহলে পুরোপুরি ঠিক নয়। আবার হোলি আর্টিজানের ঘটনাতে পুরোপুরি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে আমরা বলে দিয়েছি সিনেমাটি হোলি আর্টিজানের ঘটনা অবলম্বনে নির্মিত নয় এমন বিষয় যেন সিনেমার টাইটেলে লিখে দেওয়া হয়। আমরা না বললেও দর্শক কিন্তু ঠিকই হোলি আর্টিজানের ঘটনার সঙ্গে মেলাবে। সেটা আসলে দর্শকদের বিষয়। সিনেমাটি ভালো হয়েছে। আমরা এটাকে শুধু সিনেমা হিসেবে দেখেছি বলেই আনকাট সেন্সর ছাড় দিয়েছি। শিগগিরই চিঠি দেওয়া হবে।’
এর আগে ১৫ সদস্যের সেন্সর বোর্ড ২০১৯ সালে সর্বসম্মতিক্রমে সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছিল। পরে ২০২০ সালে ‘শনিবার বিকেল’ প্রযোজক জাজ মাল্টিমিডিয়া সিনেমাটিতে কিছু দৃশ্য সংযোজিত হয়েছে দাবি করলে বোর্ড সেটি দেখে কোনো সংযোজন পাওয়া যায়নি বলে জানিয়ে দেয়। গত আগস্ট মাসে জাজ আপিল শুনানির আবেদন করে। ফারুকীসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা সিনেমাটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সাক্ষাৎকারও দেন।
চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি শনিবার (২১ জানুয়ারি) ‘শনিবার বিকেল’ সিনেমার বিষয়ে শুনানির দিন ধার্য করেন। এই শুনানিতে সেন্সর বোর্ড সর্বসম্মতিক্রমে সিনেমাটি আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এএম/আরএ/