অস্কারজয়ী ইরানি অভিনেত্রী তারানাহ আলিদোস্তি জামিনে মুক্ত

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সরকার তাদের দেশের অস্কারজয়ী সিনেমার একজন বিখ্যাত অভিনেত্রীকে বুধবার জামিনে মুক্তি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে এপি।
সরকারবিরোধী আন্দোলনকারীদের সমর্থন করে কর্তৃপক্ষের সমালোচনা করে প্রায় তিন সপ্তাহ তিনি জেলে কাটিয়েছেন।
ইরানের আধা-সরকারি আইএসএনএ নামের সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বে হৈ, চৈ ফেলে দেওয়া এই অভিনেত্রী ৩৮ বছর বয়সী ‘তারানাহ আলিদোস্তি’। আসগর ফারহাদি’র ২০১৬ সালে অস্কার জয় করা ছবি দি সেলসম্যানের তিনি তারকা অভিনেত্রী। তেহরানের ভয়াবহ ইভিন জেলখানাতে বন্দী ছিলেন তারানাহ আলিদোস্তি। তাকে জামিন দেওয়া হয়েছে।
তারানাহ আলিদোস্তির মা নাদেরে হামিকেলাহি এর আগে ইনস্ট্রাগ্রামে বলেছিলেন যে, তার মেয়েকে ছেড়ে দেওয়া হতে পারে।
মুক্তি পাওয়ার পর তিনি তার বন্ধুদের সঙ্গে একটি ছবি দিয়েছেন। ইসন্ট্রাগ্রাম অ্যাকাউন্টে তিনি ফুল হাতে স্বাগত হয়েছেন। তবে তার মামলা সম্পকে তিনি বা সরকার কেউই কোনো মন্তব্য করেননি।
আলিদোস্তি ইরানের কয়েকজন সাহসী তারকাদের অন্যতম যারা দেশজুড়ে চলমান আন্দোলনের সমর্থক। তিনি তার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেবার আগে অন্তত তিনটি সমর্থন ব্যক্ত করেছিলেন পোস্টে।
ওএফএস/এএস
