টুইটারে শাহরুখের ‘আস্ক এসআরকে’
ভারতের পদ্মশ্রী ও সেরা অভিনেতা হিসেবে ১৪টি ফিল্মফেয়ার বিজয়ী, বিশ্বের সবচেয়ে সফল তারকা অভিনেতাদের অন্যতম, বলিউড বাদশাহ শাহরুখ খান ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে তার টুইটারে চালু করেছেন ‘আস্ক এসআরকে’। এসআরকে শাহরুখের নামের সংক্ষিপ্তরূপ।
এই অ্যাকাউন্টের মাধ্যমে শাহরুখ ভারত ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার প্রিয় ভক্তদের তাকে প্রশ্ন করা ও সেগুলোর জবাব দেওয়া শুরু করেছেন। তিনি ‘আমাকে যেকোনো কিছু জিজ্ঞাসা করুন’ নামের একটি সেশন রেখেছেন।
বুধবার (৪ জানুয়ারি) ছিল তার প্রশ্নোত্তর পর্বের প্রথম দিন।
এই পর্ব শুরু করে শাহরুখ বলেছেন, ‘কেবল ভক্তদের প্রশ্নোত্তর, এই বছরের শুরু বলে কোনো জটিল বা কুটিল কিছু নয়।’ তবে একজন ভক্ত তার কথাটি বুঝতে পারেননি এবং বলিউডের বাদশাহকে ছিঁড়েছেন। তিনি তাকে নিয়ে খেয়ালখুশি মতো প্রশ্ন করেছেন, বলেছেন, নতুন বছরে শাহরুখের চার বছর পর আবার রূপালি পর্দায় সোনালী জীবনের শুরু করা ‘পাঠান’ ছবিটিকে একটি ‘বিপর্যয়’, এমনকি তিনি ভারতের সিনেমা শিল্পের অন্যতম প্রাণপুরুষ ও অনিন্দ্য সুন্দর নায়ক শাহরুখ খানকে অভিনয় ছেড়ে দেবার পরামর্শও দিয়েছেন। তিনি তার টুইটারে লিখেছিলেন, ‘পাঠান এর মধ্যে একটি বিপর্যয়, অবসর নিন।’
তবে শাহরুখ খান, যিনি তার প্রখর বুদ্ধিমত্তা ও রসিকতাবোধের জন্য অত্যন্ত বিখ্যাত, তিনি তাকে থামিয়ে দিয়েছেন নিজের অনুকরণীয় ভদ্রতাবোধের সঙ্গে, শাহরুখ নিজে লিখেছেন, ‘এই ছেলে, বয়স্কদের সঙ্গে কথা বলার এটি কোনো মাধ্যম নয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খান তার নতুন সেশনটি শুরু করেছেন এই বলে, ‘বুঝতে পেরেছি, টুইটারে এখন ১৩টি বছর হলো। আপনাদের সবার সঙ্গে মজা ও আনন্দ করে এই সময়টি গিয়েছে। আপনারা, আমার ভক্তদের ক্লাব ও অন্যরাও আমাকে খুব ভালোবেসেছেন। তাদের এই ভালোবাসায় মিশ্রিত হয়েছে আমার জন্য শুভকামনা, দোয়া, নানা ধরণের পরামর্শ, আবার গড়ে তোলার পথ, নানা বিষয়ে ব্যাখ্যা প্রদান, অপ্রার্থিত উপদেশাবলী, তেমনি পেয়েছি কিছু অপ্রীতিকর আচরণ। তবে আপনাদের সবার জন্যই আমার সর্বোচ্চ ভালোবাসা জানাচ্ছি-এক, একটি সুন্দর জীবন একটি সত্যিকার পৃথিবীতে যেন লাভ করতে পারেন।’
একজন ভক্ত এই বিশ্বনন্দিত অভিনেতাকে প্রশ্ন করেছেন, কোনো ধরণের বিশেষ দৃশ্যে বা অসাধারণ কোনো অভিনয়ে তারা কি ‘পাঠান’-এ সালমান খানকে দেখতে পারতেন? শাহরুখ খান এভাবে প্রতিউত্তর দিয়েছেন, ‘পাঠান একটি মিথস্ত্রিয় সিনেমা। আপনারা যেখানেই চান ভাইকে (সালমান খান), সেখানেই আনতে পারেন তাকে, এজন্য কেবল ছবিটির কিউআর কোড ব্যবহার করতে হবে এবং তিনি ছবিতে আসবেন।’
আরেকজন ভক্ত তাকে সম্মান করে প্রশ্ন রেখেছেন, ‘স্যার, লোকেরা জিজ্ঞেস করছেন, পাঠানের উদ্দেশ্য কী?’ ভারতের সর্বকালের অন্যতম সেরা নায়ক এবং আধুনিক প্রযুক্তিবান্ধব ও নবযাত্রার সিনেমার অন্যতম কারিগর শাহরুখ খান তার অসাধারণ বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছেন, ‘ও গড, লোকেরা সত্যিই গভীরতায় ডুবেছেন...বলুন দেখি জীবনের উদ্দেশ্য কী? কোনোকিছু করারই বা উদ্দেশ্য কী? দুঃখিত, আমি তেমন কোনো গভীর ভাবনার মানুষ নই।’
আরো অসংখ্য মানুষ চেষ্টা করেছেন এই মহাতারকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সুবর্ণ সুযোগে যোগাযোগ করতে।
শাহরুখ খান ভারতের সিনেমা হলগুলোতে যাত্রা শুরু করছেন তার চার বছর পরের ছবি ‘পাঠান’র মাধ্যমে ২৫ জানুয়ারি। বলিউডের সুপারস্টার নায়িকা দীপিকা পাড়ুকোন তার বিপরীতে রয়েছেন।
শাহরুখ খানের টুইটার অ্যাকাউন্টে তাকে জিজ্ঞাসা করতে ক্লিক করুন।
ওএফএস/এএস