বাংলাদেশে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জিফাইভ

জমকালো আয়োজনের মাধ্যমে সাড়ে তিন বছর আগে বাংলাদেশে যাত্রা করেছিল ভারতের ওটিটি প্লাটফর্ম জিফাইভ। বিশ্ব দরবারে বাংলা কনটেন্টকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই যাত্রা শুরু করেছিল তারা।
‘মাইনকার চিপায়’, ‘কনট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’, ‘ঠান্ডা’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’সহ বিভিন্ন কয়েকটি ওয়েবসিরিজ উপহার দিয়েছে এই প্লাটফর্মটি।
কিন্তু সেগুলোর কাঙ্খিত সাড়া না পাওয়ায় এবার বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন এই ওটিটি প্লাটফর্মটি।
আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্লাটফর্মের কোনো কনটেন্ট।
বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ ও দেখভাল করতেন ‘গুড কোম্পানি’। এটি বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান। এর কর্তা ইরেশ যাকেরও বিষয়টি নিশ্চিত করেছেন।
জিফাইভ এক বার্তায় বলছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।
অগ্রিম সাবস্ক্রিপশন যারা নিয়ে রেখেছেন তাদের সমস্যাও সমাধান করছে জিফাইভ। সাবস্ক্রিপশন অনুযায়ী যার যার দেওয়া অতিরিক্ত অর্থ রিফান্ড করা হবে বলে জানিয়েছেন জিফাইভ কর্তৃপক্ষ।
এএম/এমএমএ/
