তিশমার নতুন অ্যালবাম

জনপ্রিয় পপ গায়িকা তিশমা। এক সময়ের তুমুল জনপ্রিয় এই শিল্পী গানে তেমন নিয়মিত নয়। তবে মাঝে মাঝে কিছু গান প্রকাশ করেছেন এই গায়িকা। এবার তিশমা প্রকাশ করলেন তার নতুন একক অ্যালবাম।
এর নাম ‘এক্সএক্স’। অ্যালবামটি পাওয়া যাচ্ছে তিশমার নিজস্ব ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন প্লাটফর্মে। এতে মোট ১০টি গান রয়েছে। সবগুলো গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিশমা নিজেই।
গানগুলো হলো- ‘এক্সএক্স’, ‘অনলি লাভ উইল উইন দিস ওয়ার’, ‘মেক ইউর চয়েস’, ‘অলওয়েজ ইন উইর হার্ট’, ‘মাই জেনারেশন’, ‘নো টাইম ফর গুডবায়’ ও ‘আই গট মি’। সঙ্গে রয়েছে সারপ্রাইজ বোনাস ট্র্যাকও।
তিশমা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে ‘অনলি লাভ উইল উইন দিস ওয়ার’ গানটি তৈরি করেছি। আমি ছোটবেলা থেকেই পরিবেশগত কারণের সঙ্গে জড়িত এবং বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ।’
তিশমা আরও বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্যই এই গানটি লিখেছি। আশা করি আমার অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
এএম/এমএমএ/
