শহীদ মাহমুদ জঙ্গীর কথায় জয় শাহরিয়ারের গান

বছর শেষে প্রকাশিত হলো সংগীতশিল্পী জয় শাহরিয়ারের নতুন গান ‘চলো বাঁচি ভালোবাসায়’। বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির লিরিক ভিডিও অবমুক্ত করা হয়েছে জয় শাহরিয়ারের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
প্রথমবারের মত শহীদ মাহমুদ জঙ্গীর কথায় গান করা প্রসঙ্গে জয় বলেন, ‘ছোটবেলা থেকে যেসব গান শুনে বড়ো হয়েছি তার মাঝে অনেক প্রিয় গানের গীতিকবি জঙ্গী ভাই। তার কথায় গান করতে পারা আমার জন্য দারুণ আনন্দের। এই প্রাপ্তি আমার শিল্পী জীবনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আশা করি শ্রোতাদের কাছেও ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
নতুন গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘আমি কখনোই খুব বেশি গান লিখিনি। যা লিখেছি তার সিংহভাগ আগের প্রজন্মের সঙ্গে। জয় শাহরিয়ার এই সময়ের শিল্পী। ওর কাজ ভালো লেগেছে বলেই একসঙ্গে কাজ করেছি। জয়ের জন্য শুভকামনা রইল। আশা করি নতুন এই গান শ্রোতাদের ভালো লাগবে।’
এএম/এমএমএ/
