জয়ার প্রথম ছবিতে ১০ দিন কাজের পর বাদ পড়েন অমিতাভ
বচ্চন পরিবারের হাঁড়ির খবর ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে প্রায়শই ফাঁস করেন অমিতাভ বচ্চন। কেবিসি-র ১৪ নম্বর সিজেনও সেই ধারা অটুট রয়েছে। পরিবারের সব সদস্যকে নিয়ে, বিশেষত ‘পত্নিজি’ জয়া বচ্চনকে নিয়ে নানা সিক্রেট ফাঁস করে থাকেন বিগ বি। কখনো কখনো আবার ডুব দেন অতীতের স্মৃতিচারণায়।
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ফেলে আসা দিনের অজানা তথ্য সামনে আনলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি এই শো'তে অতিথি হিসাবে হাজির ছিলেন ‘গোবিন্দা মেরা নাম’ খ্যাত জুটি ভিকি কৌশল এবং কিরায়া আদভানি।
অভিনেতা অমিতাভ বচ্চন এই পর্বে জানিয়েছেন, তিনি তার স্ত্রী জয়া বচ্চনের প্রথম সিনেমা ‘গুড্ডি’তে নির্বাচিত হয়েছিলেন। ১০ দিন শ্যুটিং পর্যন্ত সেরে ফেলেছিলেন বিগ বি। কিন্তু এরপর তাকে প্রকল্প থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল।
তবে কি কারণে তাকে বাদ দেওয়া হয়েছে সেটিও জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, একই সময় শ্যুটিং শুরু হয় ‘আনন্দ’ ছবির। সুপারস্টার রাজেশ খান্না অভিনীত সেই ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। দুই ছবিরই পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়। পরিচালক চাননি তার দুই ছবির মধ্যে অযথা কোনো প্রতিযোগিতা টানা হোক— তাই ‘গুড্ডি’ ছবি থেকে অমিতাভকে বাদ দেন তিনি।
১৯৭১ সালে গুড্ডি ছবির মাধ্যমে হিন্দি ছবিতে বলিউডে যাত্রা শুরু করেন জয়া বচ্চন। তার বিপরীতে নায়ক ছিলেন ধর্মেন্দ্র।
তবে পরবতীতে অমিতাভ ও জয়া জুটি বেঁধে ‘অভিমান’, ‘সোলে’, ‘চুপকে চুপকে’র মতো ছবি করেছেন।
রুপোলি পর্দায় জয়ার জীবনের প্রথম নায়ক না হতে পারলেও ‘ধন্যি মেয়ে’র আসল জীবনের একমাত্র নায়ক অমিতাভ বচ্চন। বলিউডে কেরিয়ার শুরুর দু-বছরের মধ্যেই অমিতাভ বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জয়া ভাদুড়ি। দেখতে দেখতে দাম্পত্যের ৪৯ বছর পার করে ফেলেছেন অমিতাভ-জয়া। তাদের দুই সন্তান শ্বেতা ও অভিষেক।
ওএফএস/আরএ/