‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’
জীবন্ত কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের নামে চ্যানেল আই-এ একটি স্টুডিওর নামফলক উন্মোচন করা হয়েছে। স্টুডিওটির নাম ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’।
দেশে এই প্রথম কোনো টেলিভিশন স্টুডিও শিল্পীর নামে নামকরণ হলো। স্টুডিওর নামফলকটি নির্মাণ করেন শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল। তিনি মিক্সমিডিয়ায় দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের নানান বিষয়াদি তুলে ধরেছেন।
নামফলক উন্মোচন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দ্নি মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, শিল্পী কেরামত মাওলা, সাংবাদিক ইকবাল সোবহার চৌধুরী ও রেজানুর রহমান, চিত্রশিল্পী আবদুল মান্নান ও মনিরুল ইসলাম, অভিনেতা শামস সুমন, মেরী মনোয়ারসহ বিভিন্ন শিল্পী, সাংবাদিক, চ্যানেল আইয়ের কলাকুশলী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। অনুষ্ঠানে গুণীজনদের বক্তব্যের পাশাপাশি পাপেট শো’র আয়োজন ছিল।
এ প্রসঙ্গে মুস্তাফা মনোয়ার বলেন, ‘কী দিয়ে যে শুরু করব তা মাথায় আসছে না। এমন একটা বিরাট সম্মান আমাকে দেওয়া হলো আমি জানতাম না। এ সম্মান আমাকে অনুপ্রাণিত করছে। আবার যেন মনে হচ্ছে যে, আমি নতুন করে টেলিভিশনে গেছি। আজকের এই সম্মান আমার বাকি জীবনে পাথেয় হয়ে রইল।’
এএম/এসজি