প্যানেল নয়, স্বতন্ত্রপ্রার্থী অভিনেত্রী নাসরিন
বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের হাওয়া বইছে চলচ্চিত্র অঙ্গনে। এবার দুটি প্যানেলে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এরই মধ্যে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার পরিষদ। অপর প্যানেলটি হলো- মিশা সওদাগর-জায়েদ খান। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম অভিনেত্রী নাসরিন। কোনো প্যানেলেই তিনি যাননি। নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে।
সোমবার (১১ জানুয়ারি) নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি।
স্বতন্ত্রপ্রার্থী হওয়া প্রসঙ্গে নাসরিন জানান, তিনি নিজের মতো থাকতে চান। কোনো কোন্দলে যাবেন না। তাই স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন। তাকে যারা ভালোবাসেন তারা তাকেই ভোট দেবেন বলে মনে করেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুইজন সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।
এসএন