ভারতীয় সুন্দরী জিতলেন ‘মিসেস ওয়ার্ল্ড’
ভারতের জম্মু ও কাশ্মীর প্রদেশের মেয়ে সংগ্রাম কুশল ২০২২ সালের মিসেস ওয়ার্ল্ড নিবাচিত হয়েছেন। রবিবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাটির গালা রাউন্ড অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।
এবারের প্রতিযোগিতায় ভারতের এই সুন্দরী মোট ৬৩টি দেশের সুন্দরীদের হারিয়েছেন। তিনি ২১ বছর পর ভারতের গলায় আবার মিসেস বিশ্ব সুন্দরীর মুকুট ফিরিয়ে দিয়েছেন।
তার মিসেস ওয়ার্ল্ড হবার খবরটি প্রদান করেছে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান। তারা আরও লিখেছেন, ‘দীর্ঘকালের অপেক্ষা শেষ হলো। ২১ বছর পর আমরা শিরোপাটি ফিরে পেলাম।’
বিজয়ের গর্বে গরবিনী সংগ্রাম কুশলও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিশ্ব জয়ের মুকুট পরা ছবি দিয়েছেন।
তিনি বিশ্বের সেরা বিবাহিত সুন্দরী হবার পর তার অনুভূতির কথাও লিখেছেন। নতুন এই বিশ্ব সুন্দরী বলেন, ‘আমরা ২১-২২ বছর শিরোপাটি ফিরে পেলাম। আমি খুবই উত্তেজিত। ভারত তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোমাকে বিশ্ব।’
চূড়ান্ত প্রতিযোগিতায় কুশল যে পোশাকটি পরেছেন সেটি ভাবনা রাওয়ের নকশায় বানানো। তার পোশাকের ধারণা প্রদান করেছেন মডেল আলেশিয়া রাউত যিনি এ ধরনের প্রতিযোগিতাগুলোর বিষয়ে বিশেষজ্ঞ।
ব্যক্তিগত জীবনে সংগ্রাম কুশল একজন ভারতীয় নৌবাহিনী অফিসারের স্ত্রী। তিনি উচ্চশিক্ষিত একজন নারী। ইংরেজিতে পোস্ট গ্রাজুয়েশন আছে তার। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
এর আগে ভারত একবারই ২০০১ সালে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতার মুকুট জয় করেছে। সেবার এ শিরোপা পেয়েছিলেন ড. অদিতি গোবিত্রীকর।
তিনি সংগ্রাম কুশলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সংগ্রামকে আন্তরিক অভিনন্দন। আমি এই অভিযানের অংশ হতে পারায় খুবই খুশি হয়েছিলাম। এবারও তাই। আমার পর ২১ বছর পর শিরোপাটি ফিরে এলো।’
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হয়। প্রথম জয় করেছেন মিসেস আমেরিকা। তখন এই প্রতিযোগিতার নাম ছিল মিসেস ওম্যান অব দ্যা ওয়ার্ল্ড। ১৯৮৮ সাল থেকে কেবল মিসেস ওয়ার্ল্ড নামেই প্রতিযোগিতাটি হচ্ছে। প্রতি বছরের এই প্রতিযোগিতাতে গত কয়েক বছর ধরে ৮০টির বেশি দেশ থেকে সুন্দরীরা অংশগ্রহণ করছেন। সবচেয়ে বেশি প্রতিযোগী থাকেন আমেরিকা মহাদেশের দেশগুলোর বিবাহিত নারীরা।
ওএফএস/