দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর। প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির এই প্রতিবেদক সোমবার রাতে খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থান করা একটি তাবুতে হামলার শিকার হন।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর আগুনে জ্বলতে থাকা অবস্থায় তাকে দেখা যায় এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানসুর। একই হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন। ইসরাইলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে জানায়, তাদের লক্ষ্য ছিল সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যিনি তেল আবিবের ভাষ্য অনুযায়ী হামাস সদস্য। তিনি হামলায় আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযানে এ পর্যন্ত ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরাইলি বাহিনী ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে তীব্র হামলা শুরু করে, যাতে ইতোমধ্যে প্রায় ১,৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩,৪০০ জনেরও বেশি। এই হামলার ফলে জানুয়ারির যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে পড়েছে।
সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আরও বড় পরিসরে হামলার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা রয়েছে, যেখানে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের ইঙ্গিত দেওয়া হয়।
স্থানীয় হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০,৭০০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গত নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, গাজায় সংঘটিত ঘটনার জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ গণহত্যার মামলাও চলমান।