বিজয় দিবসে টিকিট ছাড়াই দেখানো হবে ৯ সিনেমা
বিজয় দিবসে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোয় বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক ৯টি সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। যেখানে মহান বিজয় দিবস উদযাপনে ১৬ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহসমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। দেশের জেলা তথ্য অফিসের মাধ্যমে সিনেমাগুলোর প্রদর্শনী চলবে।
এর মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য মোট পাঁচটি চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘গেরিলা’, ‘ জয়যাত্রা’, ‘ ‘চিরঞ্জীব মুজিব’।
এ ছাড়া দুটি প্রামাণ্য চলচ্চিত্র এবং একটি স্বল্পদৈর্ঘ্য যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়ের গল্পে ‘হাসিনা: আ ডটার্স টেল’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’, ‘একজন মুক্তিযোদ্ধা’।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় আগুনের পরশমণি সিনেমায় অভিনয় করেছেন বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত ও ডলি জহুর প্রমুখ।
আমার বন্ধু রাশেদ সিনেমাটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটিতে অভিনয় করেছেন চৌধুরী জাওয়াতা আফনান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত প্রমুখ।
মুক্তিযুদ্ধের সময়কার পটভূমি নিয়ে নির্মিত গেরিলা নির্মাণ করেছেন নাসির উদ্দীন ইউসুফ। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান। এর প্রধান চরিত্রে অভিনয় করেন জয়া আহসান। এ ছাড়া আরও অভিনয় করেছেন ফেরদৌস, আহমেদ রুবেল, শম্পা রেজা ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
জয়যাত্রা সিনেমা পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। আমজাদ হোসেনের কাহিনি অবলম্বনে এর সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ূন ফরীদি, তারিক আনাম খান, আবুল হায়াত, চাঁদনী, শাহেদ, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়, মোশাররফ করিমসহ আরও অনেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন নেছার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এসএম মহসীন, নরেশ ভূঁইয়া, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দ্যোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, আজাদ আবুল কালাম, সমু চৌধুরীসহ ৫ শতাধিক শিল্পী।
এএম/এসএন