ব্রিটেনের বিখ্যাত অভিনেত্রী রুথ ম্যাডকের প্রয়াণ
ব্রিটিশ অভিনেত্রী রুথ ম্যাডক মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
গেল সপ্তাহের শুরুতে পড়ে গিয়েছিলেন তিনি। এরপর অপারেশনের পর শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে তার এজেন্ট।
৬০ বছরের বেশি মঞ্চ, টিভি ও সিনেমায় দাপটের সঙ্গে অভিনয়ের কারণে তিনি ব্রিটেনের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।
১৯৪৩ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন এই দাপুটে অভিনেত্রী। তার বাবা ছিলেন একজন সরকারি প্রশাসক ও মা ছিলেন একজন নার্স। তিনি ছোটবেলায় মা-বাবার সঙ্গে প্রায় পুরো ব্রিটেনই বেড়িয়েছেন। তাকে বড় করেছেন দাদা ও দাদী। তিনি লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে পড়ালেখা করেছেন।
এরপর তিনি টানা তিন বছর দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনিস্ট্রেল শোতে অভিনয় করেছেন।
তিনি বিবিসি ওয়ালসের শিশুতোষ বিনোদনধর্মী পয়েমস অ্যান্ড পিনটনে নিয়মিতভাবে অভিনয় করেছেন। অভিয়ন করেছেন মঞ্চের আন্ডার মিল্ক উড, স্টিল ম্যাগনোলিয়াস, আগাথা ক্রিস্টির অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান থেকে অ্যানিতে। তিনি দুবার দ্য রয়্যাল ভ্যারাইটি পারফরমেন্স করেছেন। প্রথমবার ১৯৮২ সালে, এরপর ১৯৮৬ সালে।
তিনি সবচেয়ে বিখ্যাত ছিলেন তার গ্লাডিস পিউ চরিত্রটির জন্য। অভিনয় করেছেন বিবিসি টেলিভিশনের হাই-ডা-হাই কমেডি শোতে। ১৯৮১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত টানা অভিনয় করেছেন। এই চরিত্রটির জন্য তিনি বিএফটিএ টিভি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তার দুটি ছেলে, মেয়ে আছে।
ওএফএস/আরএ/