পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনায় টেইলর সুইফট
মার্কিন তারকা গায়িকা ও গীতিকার টেইলর সুইফট প্রথমবারের মতো পরিচালকের খাতায় নাম লেখালেন। পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি। সুইফট নিজেই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি প্রযোজনা করছে স্টুডিও সার্চলাইট পিকচার্স।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সার্চলাইটের দুই প্রেসিডেন্ট ডেভিড গ্রিনবাম ও ম্যাথু গ্রিনফিল্ড বলেন, ‘টেইলর এমনই একজন-একটি প্রজন্মে তার মতো শিল্পী একজনই আসেন। তাকে সহযোগিতা করতে পারা সত্যিকারের আনন্দ ও বিশেষ অধিকার। তিনি আমাদের সঙ্গে তার নতুন সৃজনশীল ও উত্তেজক যাত্রা শুরু করছেন’।
সম্প্রতি সুইফট ২০২২ সালের ভিএমএ অ্যাওয়ার্ডসে সুইফট তার ‘অল টু ওয়েল : দি শর্ট ফিল্ম’ এবং ‘দি ম্যান’র জন্য পরিচালক হিসেবে সেরা দুটি সম্মানে ভূষিত হয়েছেন।
‘অল টু ওয়েল : দি শর্ট ফিল্ম’ তিনি লিখেছেন ও পরিচালনা করেছেন। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তার গান ‘অল টু ওয়েল’ থেকে উদ্দীপ্ত হয়ে ১০ মিনিটের জন্য তৈরি করেছেন তিনি।
২০২২ সালের ট্রিবিকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে ‘অল টু ওয়েল’। গিয়েছে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও। এই ছবিটি সামনের অস্কার প্রতিযোগিতাতেও প্রামাণ্যচিত্র শাখার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছে।
সুইফটের প্রযোজনা প্রতিষ্ঠান সার্চলাইট গিয়েরমো দেল তোরোর ‘দি শেপ অব ওয়াটার’ এবং ক্লোলি চাওয়ের ‘নো মাডল্যান্ড’র মতো অস্কারজয়ী সিনেমা তৈরি করেছে।
ওএফএস/এসজি