আনকাট সেন্সর ছাড় পেল ‘আদিম’
মস্কো চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুরি পুরস্কার অর্জন করেছে তরুণ নির্মাতা যুবরাজ শামীমের পরিচালিত সিনেমা ‘আদিম’। নিউইয়র্কের ‘কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল’-এ তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল গণ অর্থায়নে নির্মিত এ সিনেমাটি। এবার দেশে মুক্তির লক্ষ্যে আনকাট সেন্সর ছাড়পত্র পেল এই সিনেমা।
পরিচালক রবিবার (১১ ডিসেম্বর) নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
টঙ্গীর ব্যাংকের মাঠবস্তির বাসিন্দাদের নিয়ে গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আদিম’ সিনেমা। এতে অভিনয়ও করেছেন বস্তির বাসিন্দারা।
নির্মাতা শামীম উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আদিম, আনকাট সেন্সর! নানা জায়গায় ভোগান্তির পর এই ভেবে ভালো লাগছে যে অন্তত সেন্সর বোর্ড ভোগায়নি। কৃতজ্ঞতা।’
যুবরাজ শামীম বলেন, ‘২০১৭ সালে আদিমের কাজ শুরু করি। আমি নিয়মিত রেলস্টেশনে গিয়ে সময় কাটাই অনেক আগে থেকেই। স্টেশনের সাধারণ মানুষগুলোকে আমার ভালো লাগত। সিনেমায় আমরা যা দেখি, বাস্তবে স্টেশন চত্বরের এ মানুষগুলোর সুখ-দুঃখের গল্প অন্যরকম। আমি তাদের সঙ্গে মিশতাম, তাদের জীবনের নানা ঘটনার গল্প শুনতাম। সেখান থেকেই আদিমের গল্প শুরু। এ ছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ উপন্যাসের ভিখু চরিত্র আমাকে প্রভাবিত করেছে। স্টেশনে যখন আমি বসে থাকতাম তখন আমার ভিখুর কথা মনে আসত। এসব মিলিয়ে তখন গল্প চিন্তা করি।’
এএম/এসজি