‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’র মহরত লন্ডনে
সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘অ্যাভাটার’র পরের পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’র বিশ্ব জুড়ে শুভ মুক্তির অনুষ্ঠানটি হলো মঙ্গলবার (৬ ডিসেম্বর) লন্ডনে।
রেড কার্পেটের আয়োজন করা হয়েছে লেস্টার স্কয়ারে। প্রথম ছবিটি পুরো পৃথিবীকে চমকে দিয়ে বেরিয়েছে ২০০৯ সালের ১৮ ডিসেম্বর।
এরপর থেকে গেল ১৩ বছর ধরেই আয় করে চলেছে কাল্পনিক মানব-মানবীর কঠোর সংগ্রামের জীবন ছুঁয়ে যাওয়া কাহিনী। অনেক বছর দেরি করে, সবাইকে অপেক্ষায় রেখে জেমস ক্যামেরন তার এই ছবিটি আবার করলেন।
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটারের শুভমুক্তির অনুষ্ঠানটিতে পরিচালক ক্যামেরন, প্রধান চরিত্র-স্যাম ওয়াদিংটেন, জোয়ে সালডানা, সেগনি উইভার ও কেট উইন্সলেট অংশগ্রহণ করেছেন অন্যান্যের মধ্যে। ছিলেন এই ছবির সবাই।
এবারের কাহিনি তাদের পানিতে যুদ্ধ, তারা আমাদের মতো যে ভুবনে বাস করেন-প্যানডেরা সেখানে ‘নেভি’র লোকেরা আবার ধ্বংসের মুখোমুখি হন। এই ছবিটি ৩ ঘণ্টা ১২ মিনিটের।
এবারের পর্বে স্যাম ওয়েদিংটেন, জোয়ে সালডানা, সেগনি উইভারসহ আছেন নতুন চরিত্র-জ্যাক চ্যাম্পিয়ন, জেমস ফ্ল্যাটারজ, ট্রিনিটি-জো-লি ব্লেস; তাদের সঙ্গে আছেন ক্যামেরনের অস্কারজয়ী ছবি টাইটানিকের নায়িকা কেট।
ক্যামেরনের প্রথম সিনেমা ‘অ্যাভাটার’ হলগুলো থেকে আয় করেছে ২.৯২ বিলিয়ন মার্কিন ডলার। বলা হয়, সিনেমা বাজার ও এই ভুবনে ছবিটি ‘সমন্বয়হীন মুদ্রাস্ফীতি’ তৈরি করেছে।
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার নানা ধরনের ফরম্যাটে বাজারে এনেছেন ক্যামেরন। থ্রিডি, টুডি এবং আইএমএক্স ফরম্যাটে দশর্করা দেখবেন। আগামী সপ্তাহ থেকে অ্যাভাটার: দিয়ে ওয়ে অব ওয়াটার হলগুলোতে আসবে। অ্যাভাটার: থ্রি বেরুবে ২০২৪ সালে ক্যামেরন জানিয়েছেন।
অ্যাভাটার ৪’র কিছু অংশের শুটিং করা হয়েছে ২০২৬ সালে মুক্তি দেবার কথা মাথায় রেখে। অ্যাভাটার ৫’র চিত্রনাট্য তৈরি সম্পন্ন হয়েছে। ২০২৮ সালে বের হবে।
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটারের পেছনে খরচ হয়েছে মোট ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। ফলে বিপুল সাফল্য লাভ করতে হবে। সেটি না করতে পারলে ডিজনির শত, শত মিলিয়ন ডলারে বানানো ছবির প্রতি মানুষের আগ্রহ শেষ হয়ে গিয়েছে বলে মনে করা হবে।
২০১৮ সালে বিবিসি খবর প্রকাশ করেছে যে, অ্যাভাটার সিরিজের ছবিগুলোর নাম হলো ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘অ্যাভাটার: দ্য সিড বিয়ারার (বীজ বহনকারী)’, ‘অ্যাভাটার: দ্য টাইকুন রাইডার (বিপুল বিত্তের আরোহীটি)’ এবং ‘অ্যাভাটার: দ্য কোয়েস্ট ফর এইওয়া (সবার মাকে অনুসন্ধান)’।
অ্যাভাটার সিরিজের প্রথম ছবিটি ৯টি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। জয় করেছে সেরা শিল্প নির্দেশনা, সিনেমাটোগ্রাফি ও ভিজ্যুয়াল ইফেক্টস শাখাগুলোর পুরস্কার।
২০২৩ সালের অস্কারে অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার ঝড় তুলবে বলে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।
ওএফএস/