শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

অভিনেত্রী মায়া ঘোষ আর নেই

কলকাতার নন্দিত মঞ্চ অভিনেত্রী মায়া ঘোষ আর নেই। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই অভিনেত্রী। শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শনিবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে কলকাতার নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হিসেবে নাট্যজীবন শুরু করেছিলেন মায়া ঘোষ। ষাটের দশকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি।

অজিতেশ নান্দীকার গঠনের পর মায়াই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হন। রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় একাডেমি চত্বরে তার মরদেহ নিয়ে আসা হয়। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

১৯৮৭ সালে ‘বেলা অবেলার গল্প’ নাটকে অভিনয়ের জন্য তিনি পশ্চিমবঙ্গ নাট্য একা কাডেমি পুরস্কার লাভ করেছেন। ‘মঞ্চে জীবন’-নামে রুশতি সেনের সম্পাদনায় একটি বই লিখেছিলেন তিনি।

এএম/এমএমএ/

Header Ad
Header Ad

মিঠাপুকুরে দিনদুপুরে অটো ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে ধরা ৩ জন

উদ্ধারকৃত ব্যাটারিচালিত অটোরিকশা এবং আটক তিন ছিনতাইকারী। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গড়ের মাথা এলাকায় এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী দক্ষিণ স্ট্যান্ড থেকে দুই ব্যক্তি অটোভ্যানে যাত্রীবেশে মিঠাপুকুর যাওয়ার কথা বলে ভাড়া নেন। অটোটি গড়ের মাথা এলাকায় পৌঁছালে তারা নেমে পড়েন এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের কাছে যান। এরপর কভার্ডভ্যান থেকে আরও তিনজন ব্যক্তি নেমে এসে অটোচালককে ভয়ভীতি দেখিয়ে অটোটি জোরপূর্বক ভ্যানে তুলে নেওয়ার চেষ্টা করেন।

ঠিক তখনই ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য এএসআই আনোয়ার হোসেন বিষয়টি দেখে সন্দেহবশত এগিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছিনতাইয়ের ঘটনা প্রকাশ পায়। পরে উপস্থিত জনতার সহায়তায় তাদের আটক করে মিঠাপুকুর থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার শাহাপুর মাষ্টারপাড়ার মৃত শাহাদৎ হোসেনের ছেলে মো. নুর ইসলাম (২৮), নারায়ণগঞ্জের সোনারগাঁ এর মালিপাড়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে মো. তানভির (২২) এবং পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর গ্রামের মো. শারুখ খান (২৯)।

ভুক্তভোগী অটোচালকের নাম মো. শাহাবুল ইসলাম (২৫), পিতা: মো. সাখাওয়াত হোসেন, গ্রাম: বড় মির্জাপুর, মিঠাপুকুর, রংপুর।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, “অটোচালক শাহাবুল ইসলাম বাদী হয়ে ছিনতাইচেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ছিনতাই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।”

Header Ad
Header Ad

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে দেশের চার অঞ্চলে

ফাইল ছবি

দেশের চারটি অঞ্চলে আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে এক সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া, সবশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Header Ad
Header Ad

কারাগারে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম

অভিনেত্রী মেঘনা আলম। ছবি: সংগৃহীত

জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর বিজয়ী ও অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে রাত সাড়ে দশটায় ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালতের আদেশে বলা হয়, মেঘনা আলমের কার্যক্রম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিবেচিত হওয়ায়, তাকে ওই আইনের ৩(১) ধারায় ৩০ দিনের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

অভিনেত্রী মেঘনা আলম। ছবি: সংগৃহীত

এর আগে, গত বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ চলাকালে মেঘনা দাবি করেন, তার বাসায় পুলিশ পরিচয়ে কিছু ব্যক্তি প্রবেশ করছেন। লাইভটি প্রায় ১২ মিনিট ধরে চলার পর হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে সেটি ডিলিট হয়ে যায়।

ডিটেনশন আইনের আওতায় সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক রাখতে পারে, যদি তা জননিরাপত্তা বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। তিনি পরিবেশবান্ধব উদ্যোগ এবং নারীদের স্বাবলম্বী করতে প্লাস্টিক পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরির কাজে যুক্ত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিঠাপুকুরে দিনদুপুরে অটো ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে ধরা ৩ জন
দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে দেশের চার অঞ্চলে
কারাগারে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিন বহিষ্কার
সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
আবারও চেন্নাইয়ের অধিনায়ক হলেন ধোনি
‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা গ্রেফতার
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা
ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেম, বাবার হাতে প্রাণ গেল মেয়ের
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
জেনে নিন গ্রীষ্মে সুস্বাদু আর উপকারী কাঁচা আমের ১১টি বিস্ময়কর গুণ
এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন (ভিডিও)
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২