অভিনয়শিল্পী সংঘের আয়োজনে রিকশাচালকদের চিকিৎসাসেবা
অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি মাসের ১ তারিখে মিডিয়া সংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছিল সংগঠনটি। অভিনয় শিল্পী সংঘের অন্যতম সদস্য জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ নির্দিষ্ট তারিখে রোগী দেখেন।
এবার সংগঠনগুলোর বাইরে রিকশা চালকদের চিকিৎসাসেবা প্রদান করলেন ডা. এজাজ। বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর নিকেতনে অভিনয় শিল্পী সংঘের কার্যালয়ে রিকশা চালকদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের ওষুধ কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয় অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে। অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর বিষয়টি নিশ্চিত করেন।
এ সম্পর্কে ঊর্মিলা বলেন, ‘নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি মাসের ১তারিখে সংগঠনের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এবার সংগঠনের বাইরে রিকশা চালকদের চিকিৎসা প্রদান করা হলো। এজন্য ডা. এজাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, কার্যনির্বাহী সদস্য আইনুন পুতুল।
উল্লেখ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। একজন মানবিক ডাক্তার হিসেবে তার সুখ্যাতি রয়েছে।
এএম/এসএন