গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লেসলি জর্ডান
গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা জেসলি জর্ডান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, তিনি তার ‘কল মি ক্যাট’ সিরিজে অভিনয়ের জন্য সেটে যাচ্ছিলেন। গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৯টায় হলিউডের রোমেইন স্ট্রিটে গাড়িটি চালাচ্ছিলেন।
সূত্র জানায়, কোনো ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে তার বিএমডব্লু একটি ভবনের পাশে সজোরে আঘাত করেছে। তিনি সেখানেই মারা গিয়েছেন।
লেসলি তার জনপ্রিয় টিভি শো ‘উইল অ্যান্ড গ্রেস’, ‘হাটস অ্যাফেয়ার্স’, ‘কল মি ক্যাট’ ও ‘আমেরিকান হরর স্টোরি’র জন্য অত্যন্ত বিখ্যাত ছিলেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন চাঞ্চল্যকর রত্ন হিসেবে আর্বিভূত হয়েছেন মহামারির সময়ে। হাবাগোবা একটি চরিত্রে অভিনয় করেছেন। ফলে রকেটের মতো তার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো ও প্রায় ৮০ হাজার ইনস্ট্রাগ্রাম অনুসারী থেকে ৫০ লাখ ৮০ হাজার ভক্ত তৈরি হয়ে গেলেন।
এই অবিশ্বাস্য জনপ্রিয়তার কারণ হিসেবে লেসলি জর্ডান টিএমজেড লাইভে বলেছেন, ‘এই সাফল্যের রহস্য, নিজেকে যেমন তেমনভাবে উপস্থাপন করা যে হাবাগোবা, মজার, কাণ্ডজ্ঞানহীন, একজন সিনিয়র নাগরিক হিসেবে ভালোভাবে জীবনযাপন করতে পারায় খুশি।’
মহামারির সময় ভার্চুয়ালি তার তারকা বনে যাবার পর সিএনএনের নতুন বছরের পূর্বরাত্রি ২০২১-এ তিনি পারফর্ম করেছেন অ্যান্ডরসন কুপার ও অ্যান্ডি কোয়েনের সঙ্গে।
লেসলি অনেক সিনেমাতে অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দি হেল্প’, ‘স্কাই প্যাট্রোল’।
তিনি টিভি শো নানা স্বরভঙ্গিতে অতিথি হিসেবে অভিনয় করে তুমুল সাফল্য লাভ করেছেন ‘মারফি ব্রাউন’, ‘আগলি বেটি’ এবং ‘বোস্টন পাবলিক’-এ। সর্বশেষ তিনি শনিবার তার ইসস্ট্রাগ্রাম অ্যাকাউন্টটিতে পোস্ট করা ছবিতে দেখা গেছে
তিনি বন্দনা গীত গাইছেন।
২০২১ সালে লেসলি জর্ডান ‘জিএএলইসিএ: দ্য সোসাইটি অব এলজিবিটিকিউ এন্টারটেইনমেন্ট ক্রিটিকস টাইমলেস স্টার অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।
তিনি একটি কৌতুক সিরিজে অতিথি চরিত্রে অসাধারণ অভিনয় করে তার উইল অ্যান্ড গ্রেসের জন্য ২০০৬ সালে অ্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন।
ওএফএস/