‘ঊর্ণাজাল’ এর দুই প্রদর্শনী
বাতিঘর নাট্যদল দীর্ঘ একবছর পর বিজয়ের মাসে ‘ঊর্ণাজাল’ নাটকের দুটি প্রদর্শনী করবে।
আগামী শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এবং সোমবার ৫ ডিসেম্বর শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন করবে দলটি। নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল।
নাটকে দেখা যাবে- বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়তে তোলে সে।
অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়ে যায় ঊর্ণাজালের কাহিনি।
এতে অভিনয় করছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সঞ্জয় গোস্বামী, সুইটি সরকার, খালিদ হাসান রুমি, মনিরুজ্জামান ফিরোজ, শিশির সরকার, সঞ্জয় হালদার,স্বরণ বিশ্বাস,তারানা তাবাসসুন চেরী,ফয়সাল আহম্মেদ, রাজু আহম্মেদ, মৃধা অয়োমী,রাজা,শৈবাল, ইয়াসির প্রমুখ।
এএম/এমএমএ/