শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাইটানিকের ‘রোজ-জ্যাক’ হিসেবে কেট-ডিক্যাপ্রিওকে নিতে চাননি ক্যামেরন

জেমস ক্যামেরন তার ব্লকবাস্টার হিট সিনেমা ‘টাইটানিক’র আগামী মাসে ২৫ বছর বা রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে কিছু বিষ্ময়কর বিস্তারিত ভক্তদের খুলে বলেছেন।

বিশ্বখ্যাত মার্কিন ‘জিকিউ’ ম্যাগাজিনের সঙ্গে একটি নতুন ভিডিও সাক্ষাৎকারে সেরা পরিচালক, সেরা চলচ্চিত্র সম্পাদক ও সেরা ছবি’র অস্কার জয় করা-টাইটানিক ও অ্যাভাটারের জন্য, কানাডিয়ান এই আদর্শ চলচ্চিত্র পরিচালক জানিয়েছেন, তিনি প্রায় নিতে যাচ্ছিলেন না শিল্পী হিসেবে লিওনার্দো ডিক্যাপ্রিও বা কেট উন্সলেটকে, তার দুটি প্রধান ও রোমান্টিকচরিত্রে, যারা হলিউড তারকা হিসেবে তাদের বেশিরভাগ অস্কারজয়ী সিনেমাগুলোকে দৃঢ়ভাবে সংযুক্ত করে মাইলফলক করে দেবার মাধ্যমে ক্যারিয়ার গড়েছেন।

চরিত্রগুলোকে রূপদান করতে অভিনেতা-অভিনেত্রীদের বিচার করার সময় ডুবে যাওয়া ‘ওশান লাইনার’ জাহাজের মতো সিনেমাটিতে ভাগ্য বিড়ম্বিত ভালোবাসার জুটি হিসেবে, ক্যামেরন ব্যাখ্যা করেছেন, তিনি শুরুতে ভাবছিলেন অন্য তারকাদের, যেমন-গিনেথ প্যালট্রোকে ‘রোজ’ চরিত্রে।

যখন উইন্সলেট একটি বিকল্প হিসেবে তার সামনে প্রস্তাবিত হলেন, তিনি ভীত হয়ে ছিলেন এই কারণে, তিনি একটি টাইপ বা নির্দিষ্ট ধরন বড় বেশি অভিনয় করেছেন।

‘আমি আসলে প্রথমে কেটকে দেখিনি। সে আরও কটি বা অন্য ঐতিহাসিক ছবিগুলো ভালোভাবে করেছে ও সে একটি খ্যাতি লাভ করছিল, ঐতিহাসিক ছবিগুলোতে ‘অর্ন্তবাসনির্ভর কেট’ হিসেবে। (এই কথাটি সত্য যে, ‘দ্য রিডার্স’ সিনেমার এই তারকা অভিনেত্রী তার ‘টাইটানিক’, ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’-১৯৯৫, ‘জুড’ ও হ্যামলেট ছবিতে স্ত্রীলোকের ঐতিহাসিক পোশাক পরেছেন ও এই ধরনের অভিনয় করেছেন।)’

ভিডিও সাক্ষাৎকারে ক্যামেরন আরও জানিয়েছেন, এই রোজ চরিত্রে উইন্সলেটকে নির্বাচনের সময় তিনি ভয়ে বিশ্বের সবচেয়ে সময় নিয়ে নির্বাচনের দিকে গিয়েছেন। তবুও তিনি তার সঙ্গে দেখা করার সময় দিতে শেষ পর্যন্ত (চরিত্র নিবাচনের আগে) রাজি হননি।

তবে তিনি উল্লেখ করেছেন, অবশ্যই তিনি ভাবতেন যে, কেট উইন্সলেট ‘অদ্ভুত সুন্দর’। টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটকে নায়িকা চরিত্রে নির্বাচনের পর থেকে ইতিহাস গড়ে চলেছেন তিনি আজও। তার নায়ক হিসেবে ডিক্যাপ্রিওকে নির্বাচনের সময়ও কবার হেঁচকি তুলেছেন সেভাবে তিনি।

এই হৃদয় ভেঙে দেওয়া হলিউড তারকার সঙ্গে একটি প্রাথমিক মিটিংয়ের সময় প্রডাকশন অফিসের সব নারী কর্মী ক্যামেরনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ফলে তাদের সাক্ষাৎকারটি ‘ঐতিহাসিক’ রূপ লাভ করেছে।

ডিক্যাপ্রিওকে আবার দাওয়াত করা হলো উইন্সলেটের সঙ্গে স্ক্রিন টেস্টের জন্য, যিনি এর মধ্যে নির্বাচিত হয়ে গিয়েছেন। তবে যখন ‘রোমিও এবং জুলিয়েট’ খ্যাত সিনেমার নায়ক-নায়িকা এলেন, নায়ক ডিক্যাপ্রিও আশ্চর্য হয়ে গেলেন যে, তাকে লাইনগুলো পড়তে হবে ক্যামেরার সামনে ও তাকে উইন্সলেটের সঙ্গে তখন ক্যামেরাবন্দী হতে হবে সিনেমার দৃশ্যগুলোর মতো, যাতে ছবিটিতে তাদের জুটির রসায়ন মাপা সম্ভব হয়।

ক্যামেরনের মনে পড়ে, ‘সে এলো। ভেবেছিল, কেটের সঙ্গে আনুষ্ঠানিক আলাপের জন্য আরেকটি সভায় এসেছে।’ তিনি এই জুটিকে বলেছেন, ‘আমরা কেবল কটি লাইন অভিনয়ের মতো পড়ব এবং আমি তার ভিডিও করব।’

তবে তখন ডিক্যাপ্রিও, যিনি এর মধ্যে কয়েকটি হলিউড সিনেমার মূল চরিত্রে অভিনয় সম্পন্ন করেছেন ও একটি অস্কার মনোনয়ন লাভ করেছেন তার ১৯৯৩ সালের হোয়াট’স ইটিং গিলবাট গ্রেইপ’ ছবির জন্য, ক্যামেরনকে জানালেন, ‘আপনি বোঝাতে চাইছেন আমি পড়ছি? আমি পড়ব না।’ তিনি তাকে বোঝাতে চেয়েছেন, তিনি সিনেমার চরিত্রের জন্য আর অডিশন দেন না। কথাটির পর এক মুহূর্তটি না থেমে ক্যামেরন তার হাতটি বাড়িয়ে দিলেন তারকা অভিনেতার দিকে ও তাকে বললেন, ‘ভালো, আসার জন্য ধন্যবাদ।’

এরপর তাদের পরিচালক ক্যামেরন ডিক্যাপ্রিওকে ব্যাখ্যা করলেন, এই প্রকল্পের বিশালতা, কীভাবে এই চলচ্চিত্রটি তার জীবনের দুটি বছর নিয়ে নিয়েছে এবং কেন তিনি চরিত্র নির্বাচনের সময় কোনো ভুল সিদ্ধান্ত নিতে রাজি নন। এরপর তরুণ অভিনেতাকে তিনি বলেছেন, ‘ফলে তোমাদের এই বাক্যগুলো অভিনয় করে দেখাতে হবে নয়তো ছবিটির অংশ হতে পারবে না।’

এরপর ডিক্যাপ্রিও অনিচ্ছুকভাবে তাকে সম্মানিত করলেন। তবে সিনেমাটি তৈরি করার সময় বিশেষভাবে উল্লেখ্য বলে ক্যামেরন জানিয়েছেন, শুটিংয়ের সময় কীভাবে ছবিটিকে আলোকিত করেছেন ডিক্যাপ্রিও এবং কেমনভাবে তিনিও সিনেমার জ্যাক চরিত্রটিকে চিরকালের সেরা করে দিয়েছেন।

তাদের সম্মিলিত শ্রমের ফসল টাইটানিক ১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর সিনেমা হলগুলোতে পাল ওড়াল এবং পরিণামে সেবারের অস্কারে মোট ১১টি পুরস্কার জয় করেছে। ক্যামেরন লাভ করেছেন সেরা পরিচালকের বিশ্বসেরা সম্মান।

ওএফএস/

 

Header Ad

জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে এবার জুটি বাধলেন বাংলাদেশের তারকা অভিনেত্রী আফসানা মিমি। বিপ্লবী দীনেশ গুপ্তর জীবনকাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মানসমুকুল পাল।

জানা গেছে, হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে কেন্দ্র করে সিনেমা বানাবেন নির্মাতা মানসমুকুল পাল। আগামীতে সেই সিনেমাতেই দেখা যাবে মিঠুনকে। শোনা যাচ্ছে, অভিনেতার বিপরীতে দেখা যেতে পারে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। যদিও নিশ্চিত করে কিছু জানাননি নির্মাতা। তবে ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন।

মূলত সিনেমার চিত্রনাট্য লেখার আগে হুমায়ূন আহমেদের উপন্যাসে থাকা জায়গাগুলো নিজে ঘুরে দেখতে চান মানসমুকুল। ভারতীয় গণমাধ্যমে এ প্রসঙ্গে নির্মাতা বলেন, হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গার উল্লেখ রয়েছে।

তাই ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে দেখলে উপলব্ধি থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।

শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন মানসমুকুল। তিনি এ-ও জানান, সিনেমার অধিকাংশ শুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুলের হাতে ৩টি সিনেমার কাজ রয়েছে। সেসব চলচ্চিত্র শেষ করে তবেই তিনি এই সিনেমার কাজ শুরু করবেন।

Header Ad

দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দল মিলে আমরা এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরে যেতে নির্বাচন প্রয়োজন।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য আরও ২ বছর আগে সংস্কারের প্রস্তাব ৩১ দফা দিয়েছি আমরা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, আরেকজন টেনে নিয়ে যাবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও সত্যিকারের নির্বাচন আয়োজন করতে পারলে, জনগণ তবেই জনপ্রতিনিধি বাছাই করতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অনেকের মনে প্রশ্ন আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন আয়োজন করতে পারবে। এর ফলে সংসদের যারা জনপ্রতিনিধি বাছাই হয়ে আসবে, তারা সংসদে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে, কীভাবে দেশের প্রত্যেকটি সেক্টরের সমস্যা সমাধান করা যায়। সকল সংস্কার বাস্তবায়ন সম্ভব প্রকৃত ও সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন করতে আশপাশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। যদি এই প্রত্যাশা পূরণ করতে পারা যায়, তবেই মানুষ আপনাদের দায়িত্ব দিবে, অন্যথায় দ্বিতীয়বার ভাববে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

Header Ad

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান