জায়েদ খানকে স্বৈরাচার বললেন খসরু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জায়েদ ও নিপুণ আক্তারের দ্বন্দে¦র অবসান হলো অবশেষে। জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।
একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। এর ফলে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে আর বাধা নেই।
সোমবার (২১ নভেম্বর) এমন খবরে চলচ্চিত্র শিল্পী সমিতি উৎসবে মেতেছে। সাধারণ সম্পাদক নিপুণকে বরণ করতে অন্যান্য সদস্যরা ছুটে আসেন এফিডিসিতে। ঢাক ঢোল বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিপুণকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন তারা।
তার আগে বিকালে সমিতির সামনে খোলা মাঠে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন, আরমান, জেসমিন, ডি এ তায়েব, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতিরি সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদুল আলম খসরু জায়েদ খানকে স্বৈরচার বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি স্বৈরাচারমুক্ত হলো। অভিনন্দন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ।’
এএম/এমএমএ/
