মঞ্চে ফিরছেন চঞ্চল চৌধুরী
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মঞ্চ নাটক দিয়েই তার অভিনয় শুরু। নাট্যদল ‘আরণ্যক’-এ যুক্ত হয়ে ২৫ বছর পার করেছেন তিনি। টেলিভিশন ও সিনেমার কাজের ব্যস্ততার জন্য ইচ্ছে থাকলেও মঞ্চ নাটকে সময় দিতে পারেন না এই অভিনেতা। তবে মঞ্চের প্রতি তার টান ও সীমাহীন ভালোবাসা সব সময়।
এবার দুই বছর পর আবারও মঞ্চ নাটকের ফিরছেন চঞ্চল চৌধুরী। এ সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, ‘আরণ্যক নাট্যদলে আমার ২৫ বছর পার হয়ে গেছে।
সেই ‘কালো দৈত্য’ মঞ্চ নাটক দিয়ে শুরু করেছিলাম। তারপর ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘প্রাকৃতজনকথা’, ‘জয়জয়ন্তী’, ‘ময়ূর সিংহাসন’, ‘সঙক্রান্তি’, ‘রাঢ়াঙ’, ‘চে’র সাইকেল’, ‘ঘুমের মানুষ’, ‘ঋণের সঙ’, ‘শত্রুগণ’, ‘ঐ আসে’ৃ.. কত মঞ্চ নাটক ও পথ নাটকের শত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি।
বিগত ২৫ বছরে কখনো মঞ্চের পেছনে কাজ আবার কখনো অভিনয়ের জন্য মঞ্চে দাঁড়ানো। এই নাট্যদল থেকেই নাট্যগুরু মামুনুর রশীদের কাছে অভিনয়ের হাতে খড়ি। সেই ধারাবাহিকতায় ১৭ এবং ১৮ নভেম্বর ‘রাঢ়াঙ’ নাটকের ১৯৯তম এবং ২০০তম প্রদর্শনী মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমিতে। প্রায় ২ বছর পর আবার মঞ্চে দাঁড়াব নাটকটিতে অভিনয়ের জন্য। এটা ভেবেই ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘আরণ্যকে আমার ঠাঁই হয়েছিল বলেই আজ এত মানুষের ভালোবাসায় ঋদ্ধ হয়েছি। দীর্ঘায়ু লাভ করুক আমার দল ‘আরণ্যক’।’
এএম/এমএমএ/