রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বব ডিলানের ১৫০ প্রেমপত্র নিলামে

২০১৬ সালে সাহিত্যে নোবেল জয়ী ৮১ বছরের বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গীতিকার। অন্যতম সেরা গায়ক বব ডিলানের লেখা গভীর ভালোবাসায় ঘেরা মাধ্যমিকের প্রেয়সীর কাছে লেখা ব্যক্তিগত প্রেমপত্রগুলো ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার থেকে নিলামে উঠছে যুক্তরাষ্ট্রের বোস্টনে।

কিশোর বব ডিলান তখন তখন গাইতেন তার ভালো নাম ‘বব জিবারম্যান’ হিসেবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য শহরের মানুষদের কাছে ‘হিবিং বালক’ হিসেবে পরিচিত ছিলেন। মোট ৪২টি প্রেমপত্র লিখেছেন তিনি তখন। তার প্রেমিকা লিখেছেন ১শ ৮টি। ফলে তাদের পরস্পরকে লেখা ১৫০টি প্রেমপত্র রয়েছে। ডিলানের ভালোবাসার এই কিশোরীর নাম হলো ‘বারবারা অ্যান হিউয়েট’।
তাদের প্রেমপত্রগুলো বিনিময় হয়েছে ১৯৫৭ থেকে ১৯৫৯ সালের মধ্যে, মোটে দুই বছরের তুমুল কিশোর প্রেমের সময়ে।

ব্যক্তিগত এই গোপন সংগ্রহটি নিলামে আনছে ‘আর আর অকশন’ নামের একটি কোম্পানি। কোনোদিনও এর আগে কখনো বব ডিলানের এই প্রেমপত্রগুলো কোথাও প্রকাশিত হয়নি। বিশ্বের অন্যতম সেরা ফোক-রক আইকনের প্রেমপত্রগুলো নিয়ে এর মধ্যেই তুমুল সাড়া পড়ে গিয়েছে গানের মানুষদের ভুবনে। অন্যরাও গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

সেগুলোতে আছে তার জীবনের একেবারে শুরুর দিকের অনেক তথ্য, মনোজগতের পূর্ণ ছবি। নিলাম প্রতিষ্ঠান আর আর অকশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ববি লিভিংস্টোন বলেছেন, ‘আমরা যারা এর আগে অফার করেছি ক্রেতাদের কেনার জন্য, ২০ শতকের তাদের যেকোরো সবচেয়ে গুরুত্বপূণ সাংস্কৃতিক সংগ্রহটির একটি হলো ডিলানের প্রেমপত্রগুলো।’ প্রেমপত্রগুলোর মধ্যে আছে একটি শালীন ‘ভালোবাসা দিবসের কার্ড’।

এই বিষয়ে বব লিভিংস্টোন বলেছেন, ‘ডিলানের গড়ে ওঠার দিনগুলোতে প্রথম ব্যক্তি (তিনি নিজে)’র দেওয়া সঞ্চয়।’

২০২০ সালে অস্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পদক ‘প্রেসিডেনশিয়াল মেডেল’ জয়ী বব ডিলানের কিশোরী প্রেমিকা পূর্ণ বয়সে মারা গিয়েছেন। এরপর তার মেয়ে মায়ের এই গোপন সঞ্চয় খুঁজে পেয়েছেন।

সত্যিকারের আসল খামে ডিলানের হাতের লেখায় প্রেমপত্রগুলো চিরকালের জন্য রেখে দিয়েছেন তার মা। মায়ের এই সারা জীবনের সঞ্চয় নিলামে ওঠার পর দরে বনে বিক্রি হয়ে যাবে ১৭ নভেম্বর ২০২২ তারিখে, আর মাত্র দুদিন পর।

আর আর অকশন আরও জানিয়েছে, বব ডিলানের এই বিনিময় করা প্রেমের চিঠিগুলোতে আরও আছে খাবার, গাড়ি’র মতো কিশোর বয়সীদের ভাবনাগুলো। তাদের লেখা চিঠিগুলোতে আছে সংগীত নিয়ে বব ডিলানের ভাবনা ও গানে স্বাদের কাহিনি।

এ ছাড়া, টুকটাক কবিতা লিখেছেন স্বভাবকবি। আগের সময়ে, সেই জীবনে গভীরভাবে ভালোবাসা এই মেয়েটিকে লেখা বব ডিলানের চিঠিগুলো আরও স্বাক্ষ্য দেয়, তিনি তার কাছে নিজের ভবিষ্যত জীবনের কাহিনিও বলেছেন। সেখানে তার গভীর স্বপ্নগুলো বুনে রেখেছেন তিনি। কেন না, এর মধ্যে চিঠির কাহিনিগুলো মানুষের সামনে আসতে শুরু করেছে। একটি চিঠিতে তিনি তার নামটি বদলে ফেলার বিষয়ে প্রেমিকার মতামত চেয়েছেন। তারা নিজেদের কাছে পত্রগুলো লিখতেন লিটল উইলি ও অ্যালসটোন নামে।

এই চিঠিগুলোর বিষয়ে বব ডিলানের একজন বড় ভক্ত লিভিংস্টোন বলেছেন, ‘তারা আসলে আলো ফেলেছেন তখনকার জীবনে কীভাবে বব ডিলান নিজেকে প্রকাশিত করতে চলেছেন।’

তিনি আরও বলেছেন, ‘চিঠিগুলো প্রমাণ করে ডিলান তার প্রতিভার জীবনে সবকিছু ওপরে তুলতে চাইছেন, চলেছেন এবং পরবতীতে সবই বাস্তব হয়েছে, যে স্বপ্নগুলো তিনি দেখেছেন।’

আর সব কিশোর প্রেমের মতো বব ডিলানের এই ভালোবাসাটিও সমাপ্ত হয়েছে। একেবারে শেষের দিকের একটি চিঠিতে, ডিলান তাকে দেওয়া ছবিগুলো ফেরৎ চেয়েছেন এক সময়ের ভালোবাসার মেয়েটির কাছে। তবে সেখানে এও বলেছেন, তাকে ভুলে যাননি তিনি।

মিসেস হিউয়েটের মেয়ে আর অর অকশনকে এও জানিয়েছেন, বব ডিলান তার মাকে ১৯৬০’র দশকের শেষের দিকের কোনো এক সময়ে বলেছেন, যখন তিনি সাফল্যের শুরু করেছেন, ক্যালিফোর্নিয়াতে চলে আসতে। তবে তাকে নিরস্ত্র করেছেন প্রেমিকা। এরপর থেকে গানের দিকে চলে গেলেন বব ডিলান।

লাল চুলের একটি স্বর্ণকিশোরী ছিলেন তখনকার মেয়েটি। এই বিষয়ে ডিলান ভক্ত লিভিংস্টোন জানিয়েছেন, ডিলানের কিছু গানে লাল চুলের কী পিঙ্গল চুলের এক নারীর উপমা আছে, যেটি তিনি তার এক সময়ের ভালোবাসার নারী হিউয়েটকে নিয়ে গেয়েছেন। তার বিখ্যাত গান ‘ট্যাঙ্গেলড আপ ইন ব্লু (নীলের জটে উঠে)’তে একটি বাক্যে তিনি হতাশা প্রকাশ করেছেন, ‘এখনো যদি তার চুল লাল থাকত।’

তবে বারবারা অ্যান হিউয়েটের জীবনও এগিয়ে গিয়েছে। তিনি তার মিনেসোটা অঙ্গরাজ্যের হিবিং শহরেরই একজনকে বিয়ে করেছেন। তবে ১৯৭০ দশকের শেষের দিকে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।

তারা মোটে সাত বছর সংসার করতে পেরেছেন। এরপর আর কোনোদিন বিয়ে করেননি বব ডিলানের কিশোর প্রেমিকা, জানিয়েছেন তার মেয়ে।

উল্লেখ্য, বব ডিলানের জন্ম ১৯৪১ সালের ২৪ মার্চ, মিনেসোটা অঙ্গরাজ্যের ডুলুথ শহরে। সেন্ট ম্যারি হাসপাতালে। তিনি বেড়ে উঠেছেন হিবিং শহরে। তারা লিথুয়ানিয়ান ইহুদি। আমেরিকায় অভিবাসী, ১৯০২ সালে। ডিলানের শৈশব, কিশোরকাল কেটেছে খনি এলাকার মেসাবি রেঞ্চে। তারা থাকতেন লেক সুপিরিয়রের পাশে। ডিলানের ছয় বছর বয়সে তার বাবা পোলিওতে আক্রান্ত হলেন এবং তার মা চলে এলেন তার জন্ম শহর হিবিংয়ে।

ওএফএস/

Header Ad

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা

ছবি: সংগৃহীত

প্রাণীদের সুরক্ষায় যেখানে সারা বিশ্ব তৎপর সেখানে বিষ প্রয়োগ করে কুকুর হত্যা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিনোদন দুনিয়ার অনেক তারকারা। এ তালিকায় আছেন জয়া আহসান, তৌহিদ আফ্রিদি ও জ্যোতিকা জ্যোতির সহ আরও অনেকে। তবে এবার নিন্দার পাশাপাশি থানায় জিডি করলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

অভিনেত্রী শনিবার (২৩ নভেম্বর) মোহাম্দপুরের আদাবর থানায় জিডি করেছেন জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণী অধিকার কর্মীরা জানতে পারি যে, জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও ১টি বিড়াল হত্যা করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে নওশাবা বলেন, মানুষের সঙ্গে এমন কিছু হলে আমরা মানববন্ধন করি, বিচার চাই। কিন্তু পশু-পাখিরা তো বোবা প্রাণী। ওদের কোনো সমস্যা হলে ওরা নিজেদের জন্য কিছু করতে পারে না। সে জায়গা থেকে আমরা দায়িত্ববান যারা আছি, তাদের উচিত এসব নিষ্ঠুরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, আমি আমার জায়গা থেকে করছি। আশা করছি সাধারণ সচেতন নাগরিক যারা আছেন তারাও এসব বিষয়ে প্রতিবাদ করবে এবং মানুষের মতো ওদের যে একটা বাঁচার নিশ্চয়তা সেটা নিশ্চিত করবে। ইতোমধ্যে আমরা জিডি করেছি। পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা না নেয়া হয়, সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাব।

জানা গেছে, খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বেওয়ারিশ কুকুরগুলোকে। আর এই অমানবিক কাজটি করেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরাও। এ ঘটনায় বিচারের দাবির পাশাপাশি প্রাণীকল্যাণ আইনের প্রয়োগ ঘটানোর আহ্বানও জানাচ্ছেন অনেকে

Header Ad

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ছবি: সংগৃহীত

গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এর আগে, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩ শিক্ষার্থী নিহত হন।

এদিকে এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Header Ad

বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে আজ। এতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা করা হবে।

রোববার (২৪ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় বাংলাদেশ-বেল‌জিয়ামের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে বাংলা‌দে‌শের প‌ক্ষে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম ও বেলজিয়াম সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিকবিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান নেতৃত্ব দে‌বেন।

এরইমধ্যে আজ ভোরে কুরম্যান তার প্রতি‌নি‌ধিদল নিয়ে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

এর আগে, বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান জানান, সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা