বেজোস অ্যাওয়ার্ড পেলেন ডলি পার্টন
‘বেজোস কারেজ অ্যান্ড সিভিলিটি অ্যাওয়ার্ড’-এ সর্বশেষ ভূষিত হয়েছেন আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেত্রী, সমাজসেবী এবং ব্যবসায়ী ডলি পার্টন। তিনি পাশাপাশি গ্রহণ করেছেন অর্থমূল্য ১শ মিলিয়ন মার্কিন ডলার।
বেজোসের দীর্ঘদিনের অংশীদার লাওরেন সানতেস বলেছেন, জেফ ও আমি খুব গর্বিত। বেজোস কারেজ অ্যান্ড সিভিলিটি অ্যাওয়ার্ড-এ নতুন বিজয়ী একজন নারী, যিনি তার কাজের সবগুলো দিককে তার হৃদয় ও ভালোবাসা এবং সহানুভূতি দিয়ে নেতৃত্বের মাধ্যমে করে চলেছেন।
তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুক্রবার (১১ নভেম্বর) পুরস্কার প্রদান অনুষ্ঠানের একটি ভিডিও দিয়েছেন।
ডলি পার্টনকে উদ্দেশ করে লাওরেন সানতেস বলেন, ‘আমরা আর অপেক্ষা করতে পারছি না, এই ১০০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার দিয়ে আপনি কী, কী ভালো কাজ করতে চলেছেন ডলি পার্টন?’
ডলি পার্টন টুইট করে বলেন, ‘আমি আমার টাকা যেখানে আমার হৃদয় থাকে, সেখানে প্রদান করি। এই টাকা দিয়ে ভালো কাজ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
ডলি পার্টন দশকের পর দশক ধরে দান করে চলেছেন। তিনি টুইটারে বেজোস ও সানতেসকে ধন্যবাদ জানিয়েছেন।
১৯৮৮ সালে পার্টন তার নামে ‘দি ডলিউড ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন। সেখান থেকে ‘দি ইমাজিনেশন লাইব্রেরি’ করেছেন। এই প্রকল্পে মাধ্যমে তিনি বই নিয়ে সারা বিশ্বের শিশুদের সাহায্য করছেন।
তার অন্যান্য দাতব্য কাজের মাঝে আছে-নিজের রাজ্য টেনেসিতে তিনি ‘দি ডলি পার্টন স্কলারশিপ’ চালু করেছেন। সেখানে তিনি কলেজ শিক্ষার জন্য বৃত্তিপ্রাপ্তদের ১৫ হাজার ডলার করে দিচ্ছেন।
ওএফএস/আরএ/